Jio Family Plan: জিও নিয়ে এলো দুর্দান্ত ফ্যামিলি প্ল্যান, সস্তায় একসঙ্গে চালানো যাবে ৪টি সিম কার্ড

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম জগতে বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়া টেলিকম সংস্থাটির নাম জিও (Jio)। এই টেলিকম সংস্থা ভারতে তাদের পরিষেবা লঞ্চ করার পর থেকেই একের পর এক সুবিধা দিয়ে আসছে গ্রাহকদের। তাদের তরফ থেকে পরিষেবা লঞ্চ করার পর থেকেই মূলত সস্তা হয়ে গিয়েছে মোবাইল খরচ। আর এবার এই টেলিকম সংস্থা এমন এক ফ্যামিলি প্ল্যান (Jio Family Plan) নিয়ে এলো, যার মাধ্যমে সস্তায় একসঙ্গে ৪টি সিম কার্ড চালানো যাবে।

জিওর পরিষেবা লঞ্চ হওয়ার আগের সময়ের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে, সেই সময় 2G অথবা 3G পরিষেবা ব্যবহার করতেই মাসে মাসে শত শত টাকা গুনতে হতো গ্রাহকদের। তাও আবার পরিষেবা পাওয়া যেত সবকিছুতেই লিমিটেড। অর্থাৎ লিমিটেড কল, লিমিটেড ডেটা, লিমিটেড এসএমএস ইত্যাদি। কিন্তু এখন এসব অতীত হয়ে গিয়েছে, আর জিওর পাল্লায় পড়ে এখন অন্যান্য টেলিকম সংস্থাগুলিও সস্তায় পরিষেবা দিতে বাধ্য হচ্ছে।

মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা এবার সস্তায় যে ফ্যামিলি প্ল্যান লঞ্চ করল তার জন্য গ্রাহকদের খরচ করতে হবে প্রতি মাসে মাত্র ৩৯৯ টাকা। মাত্র ৩৯৯ টাকা খরচ করলেই পরিবারের চারজন জিও সিম কার্ড ব্যবহার করতে পারবেন। তবে যতগুলি সিমকার্ড এড করবেন গ্রাহকরা তার জন্য আলাদা করে প্রতি মাসে ৯৯ টাকা রেন্টাল দিতে হবে। যদি তিনটি সিম কার্ড অ্যাড করা হয় তাহলে ৩৯৯ টাকা ও ২৯৭ টাকা দিতে হবে। অর্থাৎ ৬৯৬ টাকাতেই ব্যবহার করা যাবে চারটি সিম কার্ড।

আরও পড়ুন 👉 Jio Recharge Plan: এক রিচার্জে অফুরন্ত ডেটা, আনলিমিটেড কল, সঙ্গে Amazon Prime! সস্তায় নতুন প্ল্যান আনল জিও

জিওর তরফ থেকে ৩৯৯ টাকার যে ফ্যামিলি প্ল্যান লঞ্চ করা হয়েছে তা অবশ্য প্রিপেড গ্রাহকদের জন্য নয়, এটি একটি পোস্টপেড প্ল্যান। এক্ষেত্রে যে সকল প্রিপেইড গ্রাহকরা এই পোস্টপেইড প্ল্যান নিয়ে খরচ বাঁচতে পারে বলে মনে করছেন তারা তাদের প্রিপেড কানেকশন পোস্টে আপগ্রেড করতে পারবেন। ৩৯৯ টাকার প্ল্যান ছাড়াও জিওর আরও বিভিন্ন ধরনের ফ্যামিলি প্ল্যান রয়েছে। গ্রাহকরা নিজেদের চাহিদা মত সেই সকল প্ল্যান বেছে নিতে পারেন।

যে সকল পোস্টপেইড গ্রাহকরা ৩৯৯ টাকার ফ্যামিলি প্ল্যান ব্যবহার করবেন তাদের যদি 5G হ্যান্ডসেট থাকে এবং যদি 5G নেটওয়ার্ক এরিয়ার মধ্যে থাকেন তাহলে আনলিমিটেড ডেটা পাবেন। এছাড়াও রয়েছে আনলিমিটেড কল। যারা 4G গ্রাহক তারা প্রতি মাসে মোট ৭৫ জিবি ডেটা পাবেন। যদি তিনটি সিম কার্ড অ্যাড করা হয় তাহলে চারটি সিম কার্ডের জন্য মোট ৯০ জিবি ডেটা দেওয়া হবে। এক্ষেত্রে মূল যে সিম কার্ডটি থাকবে সেটিতে ৭৫ জিবি ডেটা ব্যবহার করা যাবে এবং বাকি তিনটি সিমকার্ডে ৫ জিবি করে ১৫ জিবি ডেটা ব্যবহার করা যাবে। গ্রাহকরা চাইলে আরও কম সিম কার্ড এড করতে পারেন, সে ক্ষেত্রে খরচ আরও কমে যাবে। যদি কোন সিম কার্ড এড না করা হয় তাহলে ৩৯৯ টাকাতেই সারা মাস চালাতে পারবেন একজন ব্যবহারকারী।