নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির টেলিকম সংস্থা Reliance Jio বর্তমানে ভারতের টেলিকম বাজারে একচ্ছত্র রাজত্ব করছে। বর্তমানে তাদের প্রিপেইড গ্রাহক সংখ্যা ৪০ কোটির কাছাকাছি। আর এই বিপুলসংখ্যক প্রিপেইড গ্রাহক নিজেদের পকেটে পুরে নেওয়ার পর তারা এখন পোস্টপেইড গ্রাহক সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে চলেছে। আর এই লক্ষ্য পূরণের জন্য বর্তমানে তারা ৫টি নতুন পোস্টপেইড প্ল্যান আনলো।
Reliance Jio-র তরফ থেকে নতুন যে পাঁচটি পোস্টপেইড প্ল্যান আনা হয়েছে সেগুলি হল, ৩৯৯ টাকা, ৫৯৯ টাকা, ৭৯৯ টাকা, ৯৯৯ টাকা এবং ১,৪৯৯ টাকার। আগামী ২৪ শে সেপ্টেম্বর থেকে এই প্ল্যানগুলি কার্যকর হবে। আর এই সকল পোস্টপেইড প্ল্যানগুলির সাথে দেওয়া হচ্ছে বিনামূল্যে Amazon Prime, Disney plus Hoststar এবং Netflix সাবস্ক্রিপশন।
৩৯৯ টাকা : এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড কল ও এসএমএসের সুবিধা। পাশাপাশি এই প্ল্যানে দেওয়া হচ্ছে ৭৫ জিবি ডেটা। প্রতিদিনের হিসাব করলে গড়ে ২.৫ জিবি ডেটা। এর পাশাপাশি কোন মাসে ডেটা খরচ না হলে সেই ডেটা পরের মাসের প্ল্যানে যোগ হয়ে যাবে। তবে তা যোগ হবে ২০০ জিবি পর্যন্ত। এই প্ল্যানে রয়েছে বিনামূল্যে Amazon Prime, Disney plus Hoststar এবং Netflix সাবস্ক্রিপশন। এছাড়াও রয়েছে জিও টিভি, জিওসাভন, জিওসিনেমা দেখার সুযোগ।
৫৯৯ টাকা : এই প্ল্যানে মাসে ১০০ জিবি ডেটার সাথে আনলিমিটেড কল ও এসএমএসের সুবিধা রয়েছে। এই প্ল্যানে রয়েছে বিনামূল্যে Amazon Prime, Disney plus Hoststar এবং Netflix সাবস্ক্রিপশন। এছাড়াও রয়েছে জিও টিভি, জিওসাভন, জিওসিনেমা দেখার সুযোগ। এই প্ল্যানে আরও একটি কানেকশন যোগ করানো যাবে।
৭৯৯ টাকা : মাসে ১৫০ জিবি ডেটার সাথে হয়েছে আনলিমিটেড কল এবং আনলিমিটেড এসএমএসের সুবিধা। এই প্ল্যানে রয়েছে বিনামূল্যে Amazon Prime, Disney plus Hoststar এবং Netflix সাবস্ক্রিপশন। এছাড়াও রয়েছে জিও টিভি, জিওসাভন, জিওসিনেমা দেখার সুযোগ। এই প্ল্যানে আরও দুটি কানেকশন যোগ করানো যাবে।
৯৯৯ টাকা : মাসে ২০০ জিবি ডেটার সাথে আনলিমিটেড কল এবং আনলিমিটেড এসএমএস। এই প্ল্যানে রয়েছে বিনামূল্যে Amazon Prime, Disney plus Hoststar এবং Netflix সাবস্ক্রিপশন। এছাড়াও রয়েছে জিও টিভি, জিওসাভন, জিওসিনেমা দেখার সুযোগ। এই প্ল্যানে আরও তিনটি কানেকশন যোগ করানো যাবে।
১৪৯৯ টাকা : মাসে ৩০০ জিবি ডেটার সাথে আনলিমিটেড কল এবং আনলিমিটেড এসএমএস। কোনো মাসে ডেটা ব্যবহার না হলে ৫০০ জিবি পরের মাসে যোগ হয়ে যাবে। এই প্ল্যানে রয়েছে বিনামূল্যে Amazon Prime, Disney plus Hoststar এবং Netflix সাবস্ক্রিপশন। এছাড়াও রয়েছে জিও টিভি, জিওসাভন, জিওসিনেমা দেখার সুযোগ।