একসঙ্গে ৬টি রিচার্জ প্ল্যান আনল Jio, মাথায় হাত Airtel সহ অন্যদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম টেলিকম সংস্থা Jio এবার তাদের গ্রাহকদের জন্য চমক দিল। সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই IPL 2023 এর সবকটি খেলা তাদের Jio Cinema অ্যাপে দেখানো হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি সংস্থার তরফ থেকে ৬টি নতুন রিচার্জ প্ল্যান আনা হলো যাতে গ্রাহকরা নিরবিচ্ছিন্নভাবে খেলা দেখতে পান।

Advertisements

২১৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাবেন। সঙ্গে রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএস। প্ল্যানের ভ্যালিডিটি ১৪ দিন। এর সঙ্গে ২ জিবি ডেটা বিনামূল্যে দেওয়া হচ্ছে। এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করে গ্রাহকরা মোট ৪৪ জিবি ডেটা পাবেন।

Advertisements

৩৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাবেন। সঙ্গে রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএস। প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এর সঙ্গে ৬ জিবি ডেটা বিনামূল্যে দেওয়া হচ্ছে। এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করে গ্রাহকরা মোট ৯০ জিবি ডেটা পাবেন।

Advertisements

৯৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাবেন। সঙ্গে রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএস। প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এর সঙ্গে ৪০ জিবি ডেটা বিনামূল্যে দেওয়া হচ্ছে। এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করে গ্রাহকরা মোট ২৯২ জিবি ডেটা পাবেন।

এর পাশাপাশি সংস্থার তরফ থেকে তিনটি অ্যাড অন প্ল্যান আনা হয়েছে

২২২ টাকা : ২২২ টাকার অ্যাড অন প্ল্যান ব্যবহার করলে গ্রাহকরা ৫০ জিবি হাই স্পিড ডেটা পাবেন। যতদিন গ্রাহকের কোন একটি প্ল্যান অ্যাকটিভ থাকবে ততদিন এই ৫০ জিবি হাই স্পিড ডেটা ব্যবহার করা যাবে।

৪৪৪ টাকা : ৪৪৪ টাকার অ্যাড অন প্ল্যান ব্যবহার করলে গ্রাহকরা ১০০ জিবি হাই স্পিড ডেটা পাবেন। এর ভ্যালিডিটি ৬০ দিন।

৬৬৭ টাকা : ৬৬৭ টাকার অ্যাড অন প্ল্যান ব্যবহার করলে গ্রাহকরা ১৫০ জিবি হাই স্পিড ডেটা পাবেন। এর ভ্যালিডিটি ৯০ দিন।

Advertisements