Jio Unlimited Data Plan: রাতের ঘুম উড়ল এয়ারটেলের! আনলিমিটেড ইন্টারনেট প্ল্যান এনে সবাইকে পিছনে ফেলে দিল জিও

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির টেলিকম সংস্থা Jio সবসময় দেশের মানুষকে চমকে দিতেই ব্যস্ত। আর ঠিক যখন বিশ্বের সবচেয়ে দামি এবং চমকপ্রদ ক্রিকেট লিগ আইপিএলের ১৭তম মরসুম এসে গেছে সেই সময় তাদের তরফ থেকে আরও এক চমক দেওয়া হল। মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও-র তরফ থেকে এবার যে চমক দেওয়া হয়েছে তা রীতিমত ঘুম উড়িয়েছে এয়ারটেল সহ সমস্ত টেলিকম নেটওয়ার্কের।

Advertisements

জিও ভারতীয়দের যেমন প্রথম 4G পরিষেবার স্বাদ দিয়েছিল, ঠিক সেইরকমই আবার তারাই দেশবাসীকে প্রথম 5G পরিষেবার স্বাদ দিয়েছে। এছাড়াও প্রতিদিনই তাদের তরফ থেকে নতুন নতুন কোন না কোন অফার গ্রাহকদের উপহার দেওয়া হচ্ছে। আর এসবের মধ্যেই ১৭ তম আইপিএলের মরশুমে তাদের তরফ থেকে একটি আনলিমিটেড ডেটা প্ল্যান (Jio Unlimited Data Plan) লঞ্চ করা হলো।

Advertisements

আনলিমিটেড ডেটা প্ল্যান তাও আবার নামমাত্র খরচে, সত্যি বলতে সংস্থার তরফ থেকে নতুন এই প্ল্যানের জন্য যে খরচ নেওয়া হচ্ছে তা অবিশ্বাস্য। এছাড়াও নতুন এই প্ল্যান লঞ্চ করার ফলে যারা স্মার্টফোনে আইপিএল দেখেন তাদের ডেটা নিয়ে কোনো রকম চিন্তা করতেই হবে না। একটি তো দূরের কথা, দুটি তিনটি ম্যাচ দেখে নেওয়া যাবে।

Advertisements

আরও পড়ুন ? Jio Offer: আরও সহজ হবে IPL দেখা, এবার এই প্ল্যানে ২০ জিবি ডেটা বাড়তি দেবে Jio

সংস্থার তরফ থেকে নতুন যে রিচার্জ প্ল্যানটি লঞ্চ করা হয়েছে সেটির জন্য গ্রাহকদের খরচ করতে হবে মাত্র ৪৯ টাকা। সংস্থার তরফ থেকে এই রিচার্জ প্ল্যানটির নাম Cricket Offer: Unlimited Data দেওয়া হলেও অবশ্য একেবারেই হাই স্পিড আনলিমিটেড ডেটা দেওয়া হচ্ছে না। সংস্থার তরফ থেকে ২৫ জিবি হাইস্পিড ডেটা দেওয়া হচ্ছে এবং তারপর ৬৪ কেবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা দেওয়া হচ্ছে।

Screenshot from myjio

মাত্র ৪৯ টাকায় ২৫ জিবি হাইস্পিড ডেটাও কিন্তু কম নয়। এর আগে এইরকম কোন অফার কোন টেলিকম সংস্থার তরফ থেকে দেওয়া হয় নি বলেই দাবি করছেন গ্রাহক থেকে শুরু করে টেক বিশেষজ্ঞরা। এখন ৪৯ টাকার এই রিচার্জ প্ল্যানে আর কি কি দিচ্ছে চলুন দেখে নেওয়া যাক। এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা মাত্র একদিনের ভ্যালিডিটি পাবেন। অন্যদিকে ২৫ জিবি ডেটা ছাড়া আর কোন সুবিধা দেওয়া হচ্ছে না অর্থাৎ আনলিমিটেড কল অথবা এসএমএস ইত্যাদির কোন সুবিধা পাওয়া যাবে না।

Advertisements