Jio Electric Cycle: লাগবে না পেট্রোল খরচ, মধ্যবিত্তদের মুখের দিকে তাকিয়ে মুকেশ আম্বানির জিও লঞ্চ করল সেরা ইলেকট্রিক সাইকেল

Prosun Kanti Das

Published on:

Jio launched an electric cycle for the middle class: ভারতীয় টেলিকম পরিষেবার এক বৃহৎ নামকরণ জিও। যার সারা ভারত জুড়ে রয়েছে প্রচুর সংখ্যক গ্রাহক। শুধু জিও সিম নয়, টেলিকম পরিষেবায় সিম, ফোন, ওয়াইফাই, সমস্ত দারুন দারুন রিচার্জ প্ল্যান সমস্ত কিছুই লঞ্চ করেছে মুকেশ আম্বানির জিও সংস্থা। এবার টেলিকম পরিষেবার পাশাপাশি ভেহিকেল পরিষেবাতেও বিস্তার ঘটালো জিও। বাজারে আনলো পেট্রোলবিহীন জিও সাইকেল (Jio Electric Cycle)। যা মধ্যবিত্তদের পেট্রোল খরচ বাঁচাতে সহায়ক। কত দাম রয়েছে জিওর এই ইলেকট্রিক সাইকেলের? কি কি ফিচারই বা প্রদান করছে এই সাইকেল? রইল বিস্তারিত বিবরণ।

বর্তমানে পেট্রোল-ডিজেলের যা দাম তাতে করে বৈদ্যুতিক গাড়ির দিকেই ঝুঁকছেন গাড়ি ক্রেতারা। গ্রাহকদের রাশ টানতে বাজারে আসছে বিভিন্ন ধরনের মডেলের ইলেকট্রিক গাড়ি। তেমনই মধ্যবিত্তদের সুখবর দিতে ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে জিওর নতুন ইলেকট্রিক সাইকেল (Jio Electric Cycle)। যে সাইকেলে রয়েছে শক্তিশালী ব্যাটারি প্যাকেজ, ৪ গিয়ার সহ দুর্দান্ত মোটর। রয়েছে দুর্দান্ত ফিচার। চলুন তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

রিপোর্ট মোতাবেক, জিওর এই বৈদ্যুতিক সাইকেলে রয়েছে দুর্ধর্ষ গতিবেগ। এই সাইকেলে প্রদান করা হয়েছে ২৫০ ওয়াটের BLDC টেকনোলজির শক্তিশালী মোটর। যা ঘণ্টা প্রতি সর্বোচ্চ গতিবেগ দেয় ৫৫ কিলোমিটার। মিডিয়ামে ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে ছুটবে এই সাইকেল। এছাড়া এই মোটরের মাধ্যমে অফ রোড সাইক্লিং করারও সুযোগ পাওয়া যাবে।

আরও পড়ুন 👉 Jio 5G New Rule: সস্তায় জিও আনলিমিটেড 5G-র দিন শেষ! নিয়মে বদল, এবার চিন্তায় গ্রাহকরা, খসবে প্রচুর টাকা

যদি মাইলেজের কথা বলি, জিওর এই সাইকেলে দুর্দান্ত মাইলেজের জন্য রয়েছে বড় ব্যাটারি প্যাক। যা একক চার্জে ঘণ্টায় মাইলেজ দেবে ৪০ থেকে ৪৫ কিলোমিটার। ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারির। যার ফলে দীর্ঘ যাত্রায় খুব কম সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে। এছাড়াও জিওর ইলেকট্রিক সাইকেলের সামনে পিছনে রয়েছে ডিস্ক ব্রেক, অ্যালেন কি, স্প্যানার, দুর্দান্ত স্ট্যান্ডসহ আরও অন্যান্য সুবিধা।

অনলাইন-অফলাইন উভয় জায়গাতেই উপলব্ধ রয়েছে জিওর এই বৈদ্যুতিক সাইকেল (Jio Electric Cycle)। যার দাম রয়েছে ৩০ হাজারের মধ্যে। তবে মধ্যবিত্তদের জন্য এই সাইকেল কেনার ক্ষেত্রে EMI-এর অপশন চালু করা হয়েছে। অর্থাৎ ৭০০ টাকার ডাউন পেমেন্ট দিয়েও মধ্যবিত্তরা বাড়িতে আনতে পারবেন জিওর এই সাইকেল। ফলে কেউ যদি জিওর এই নতুন বৈদ্যুতিক সাইকেল কিনতে আগ্রহী হন তাহলে ডাউন পেমেন্ট দিয়ে কিনতে পারেন। এর জন্য এই বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিও স্টোরে।