Jio ধামাকা, বিশ্বাস না হলেও এসে গেল ১০০০ টাকার কমে স্মার্ট ফিচার ফোন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে একচ্ছত্র রাজ তৈরি করা টেলিকম সংস্থাটির নাম হল জিও (Jio)। মুকেশ আম্বানির (Mukesh Ambani)এই টেলিকম সংস্থা সবার পরে ব্যবসা শুরু করলেও মন জয় করে নিয়েছে ৪২ কোটির বেশি ভারতীয়দের। যে কারণেই এখন মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে জিও নেটওয়ার্ক। আর এরই পরিপ্রেক্ষিতে জিও হয়ে উঠেছে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা।

Advertisements

মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থার তরফ থেকে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ধামাকা দেওয়া হয়ে থাকে। সেই রকমই এবার এই টেলিকম সংস্থা এমন এক ধামাকা দিল যা ফোন ব্যবহারকারীরা বিশ্বাস করতেই পারছেন না। কারণ তারা এবার ১০০০ টাকার কমেও নিয়ে এলো স্মার্ট ফিচার ফোন। এটিই হলো দেশের সবচেয়ে কম দামি 4G ফোন।

Advertisements

জিওর তরফ থেকে নতুন যে স্মার্ট ফিচার ফোন আনা হয়েছে তার দাম মাত্র ৯৯৯ টাকা। ফোনটির নাম দেওয়া হয়েছে Jio Bharat 4G Phone। সংস্থার তরফ থেকে এমন ফোন তৈরি করা হয়েছে দেশীয় সংস্থা কার্বনের (Karbonn) সঙ্গে গাঁটছড়া বেঁধে। এত সস্তায় স্মার্ট ফিচার ফোন লঞ্চ করার কারণ হিসাবে যা জানা যাচ্ছে তা হলো 2G মুক্ত ভারত গড়ে তোলা।

Advertisements

Jio Bharat 4G Phone স্মার্ট ফিচার ফোনটি বাজারে বিক্রি শুরু হবে আগামী ৭ জুলাই থেকে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে জিও স্টোর ছাড়াও এই ফোন পাওয়া যাবে সমস্ত রিটেল দোকানে। এই ফোনটি কেবলমাত্র একটি ফিচার ফোন নয়। এই ফোনটি এই কারণেই স্মার্ট ফিচার ফোন, কারণ এই ফোন থেকে ছবি তোলা থেকে শুরু করে এন্টারটেইনমেন্ট এমনকি JioPay-র মাধ্যমে UPI পেমেন্ট তো করা যাবে। এই ফোনের দুটি মডেল লঞ্চ করা হয়েছে, যার মধ্যে একটি পিছনে থাকবে জিও লোগো, আরেকটির পিছনে থাকবে কার্বন লোগো।

এই ফোনটি লঞ্চ করার পাশাপাশি সংস্থার তরফ থেকে এই ফোনের গ্রাহকদের জন্য সস্তার দুটি প্ল্যান লঞ্চ করা হয়েছে। দুটি প্ল্যানের মধ্যে একটি হল ১২৩ এবং আরেকটি হলো ১২৩৪। তবে এই প্ল্যান কেবলমাত্র নতুন এই ফোন ব্যবহারকারীরাই পাবেন বলে জানা যাচ্ছে সূত্র।

Advertisements