নামমাত্র দামে Jio আনল JioDive VR, বাড়িতে বসেই মিলবে মাঠে খেলা দেখার আনন্দ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির (Mukesh Ambani) টেলিকম সংস্থা Jio প্রতিনিয়ত দেশের বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দিচ্ছে। এই টেলিকম সংস্থা দেশবাসীকে প্রথম 4G পরিষেবা উপহার দেয়, পরে তারাই প্রথম লঞ্চ করে 5G পরিষেবা। আর এবার তারা একের পর এক পরিষেবা উপহার দিচ্ছে তাদের গ্রাহকদের।

Advertisements

এবার সংস্থার তরফ থেকে লঞ্চ করা হলো ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট। সংস্থার তরফ থেকে তাদের এই প্রোডাক্টের নাম দেওয়া হয়েছে JioDive। সংস্থার এই ডিভাইস ইতিমধ্যেই JioMart অথবা সংস্থার ওয়েবসাইট থেকে ক্রয় করা যাবে। জিও ব্যবহারকারীরা এই ডিভাইসের মাধ্যমে JioCinema-তে আইপিএল খেলা দেখতে পারবেন। এই ডিভাইসের মধ্য দিয়ে ১০০ ইঞ্চির ভার্চুয়াল স্ক্রিনে ৩৬০ ডিগ্রি ভিউ পাবেন।

Advertisements

অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ধরনের ডিভাইস থেকেই চালানো যাবে ডিভাইসটি। এর জন্য স্ক্রিনের সাইজ হতে হবে ৪.৭ এবং ৬.৭ ইঞ্চি। স্মার্টফোনে থাকা জাইরোস্কোপ এবং অ্যাক্সিলারোমিটার কাজে লাগাবে ডিভাইসটি। JioDive ডিভাইস চালানোর জন্য ব্যবহারকারীদের JioImmerse একটি ইন্সটল করতে হবে। ডিভাইসটিতে দেওয়া হয়েছে একটি অ্যাডজাস্টেবেল লেন্স। যাতে ব্যবহারকারীরা পাবেন তীক্ষ্ণ ছবি এবং অপটিক্যাল স্বস্তি।

Advertisements

JioDive ব্যবহার করার জন্য প্রথমেই ব্যবহারকারীদের একটি কিউআর কোড স্ক্যান করতে হবে যেটি ওই ডিভাইসের বাক্সে থাকবে। এই ডিভাইস ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের কাছে অবশ্যই জিও কানেকশন থাকতে হবে। এর পাশাপাশি যে সকল গ্রাহকদের জিও ফাইবার কানেকশন রয়েছে তারাও এই ডিভাইস ব্যবহার করতে পারবেন। খেলা ছাড়াও বড় স্ক্রিনে গেম অথবা ভার্চুয়াল কনজিউম করা যাবে।

JioDive ডিভাইসটি সংস্থার তরফ থেকে এই মুহূর্তে মাত্র ১২৯৯ টাকায় দেওয়া হচ্ছে। যদিও ডিভাইসের ক্ষেত্রে MRP উল্লেখ রয়েছে ১২৪৯৯ টাকা। এই ডিভাইসের মাধ্যমে যখন কোনও সিন স্ক্রিনে প্রজেক্টেড হবে, হেডসেটের বাম ও ডানদিকটি দুটি চোখেই একটা অনন্য দর্শন অভিজ্ঞতা দেবে। এটি আসলে একটি 3D ভিউ।

Advertisements