JioTV+ App: বাজারে নতুন চমক, জিও নিয়ে এলো JioTV+ অ্যাপ, কারা পাবেন ব্যবহারের সুযোগ?

Madhab Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ মুকেশ আম্বানি তাদের টেলিকম সংস্থা জিওর (Jio) মাধ্যমে কেবলমাত্র গ্রাহকদের মোবাইল নেটওয়ার্ক পরিষেবা দেয় এমন নয়। এর পাশাপাশি তারা গ্রাহকদের বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে থাকে যেগুলির জন্য দিন দিন জনপ্রিয়তা বাড়ছে সংস্থা। এরই মধ্যে এবার জিও বাজারে চমক দিতে লঞ্চ করলো নতুন অ্যাপ JioTV+ App। এই অ্যাপটির বেশ কিছু নতুনত্ব এবং বিশেষত্ব রয়েছে যেগুলির জন্য তা গ্রাহকদের কাছে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে।

Advertisements

জিও তাদের গ্রাহকদের আকর্ষণ বৃদ্ধি করার জন্য JioTV+ App লঞ্চ করেছে। এটি প্রথমে কেবলমাত্র জিও এয়ার ফাইবার ও জিও ফাইবার কানেকশনের সঙ্গে বান্ডল প্যাক হিসাবে জিও সেট আপ বক্সের সঙ্গে চলতো। এর বিশেষত্ব হলো ১০টির বেশি ভাষায় ৮০০টির বেশি ডিজিটাল চ্যানেল অ্যাক্সেস পাওয়া যায়। এছাড়াও ১৩টির বেশি ওটিটি অ্যাপ উপভোগ করতে পারেন ব্যবহারকারীরা।

Advertisements

আগে JioTV+ অ্যাপের ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতা বলতে জিও এয়ার ফাইবার ও জিও ফাইবার কানেকশন এবং সেট টপ বক্স না থাকলে এই অ্যাপটি ব্যবহার করা যেত না। কিন্তু এবার সংস্থার তরফ থেকে এটির পরিধি এমন ভাবে বৃদ্ধি করে দেওয়া হল যার পরিপ্রেক্ষিতে এই অ্যাপ এবার অ্যান্ড্রয়েড টিভি, অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার ওএস চালিত টিভিতেও এই অ্যাপ ব্যবহার করা যাবে।

Advertisements

আরও পড়ুন : Jio Cinema: ডিজনি প্লাস হটস্টারের দিন শেষ, এখন থেকে চলবে শুধুই জিও সিনেমা, সিদ্ধান্ত মুকেশ আম্বানির

JioTV+ App এর পরিধি বৃদ্ধি করা হলেও কিন্তু এর ডাউনলোড করার জন্য আলাদা করে কোন খরচ করতে হবে না ব্যবহারকারীদের। সম্পূর্ণ বিনামূল্যেই ব্যবহারকারীরা এমন একটি তাদের স্মার্ট টিভিতে ডাউনলোড করে চালাতে পারবেন। তবে অ্যাপটি চালানোর জন্য অবশ্যই ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হবে। এছাড়াও সমস্ত জিও এয়ার ফাইবার অথবা জিও ফাইবার গ্রাহকরা এই অ্যাপ চালাতে পারবেন না। যাদের ৫৯৯ টাকা অথবা তার থেকে দামি প্ল্যান রয়েছে তারা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।

নতুন এই অ্যাপ অ্যান্ড্রয়েড টিভি, অ্যাপেল টিভি এবং অ্যামাজন ফায়ার টিভির স্টিকের মাধ্যমে JioTV+ App চালানোর জন্য প্রথমে অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং তারপর ওই অ্যাপের মধ্যে জিও এয়ার ফাইবার অথবা জিও ফাইবার নম্বর দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর সাবস্ক্রিপশন প্ল্যান থাকলে অনায়াসে এই অ্যাপ উপভোগ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

Advertisements