Jio New Plan: এক রিচার্জে সবকিছু! Jio আনল নতুন রিচার্জ প্ল্যান, কম খরচে মিলবে বড় পরিষেবা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : এখনকার দিনে মানুষের হাতে হাতে যেমন স্মার্টফোন পৌঁছে গিয়েছে ঠিক সেই রকমই বেড়েছে ওটিটি প্লাটফর্মের ব্যবহার। বিভিন্ন ব্যবহারকারীরা রয়েছেন যারা কেউ নেটফ্লিক্স, কেউ আবার হটস্টার, তো কেউ আবার অ্যামাজন প্রাইম ভিডিওর সাবস্ক্রিপশন নিয়ে থাকেন। অনেকেই রয়েছেন যারা আলাদা আলাদা করে এই সকল সমস্ত ওটিটি প্লাটফর্মের সাবস্ক্রিপশন নেন।

আলাদা আলাদা করে বিভিন্ন ওটিটি প্লাটফর্মের সাবস্ক্রিপশন নেওয়া মানেই গুচ্ছেক খরচ। তবে বিনোদনের জন্য অনেকের কাছেই সেই সকল খরচ অনেক ছোট মনে হয়। তবে যারা কম খরচে একসঙ্গে এই সকল সমস্ত প্লাটফর্ম দেখতে চান তাদের কথা মাথায় রেখে জিও একটি রিচার্জ প্ল্যান (Jio New Plan) আনলো।

মুকেশ আম্বানির সংস্থার তরফ থেকে নতুন যে রিচার্জ প্ল্যানটি আনা হয়েছে সেই রিচার্জ প্ল্যানটিতে একসঙ্গে ১৫ টি ওটিটি প্লাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। যে সকল ওটিটি প্লাটফর্মের তালিকায় রয়েছে Netflix (Basic), Prime Video Lite, JioCinema Premium, Sun NXT, Hoichoi, Disney+ Hotstar, ALTBalaji, Eros Now, Lionsgate Play, SonyLiv, ZEE 5 Premium, Discovery+, ShemarooMe, DocuBay সহ আরও একাধিক প্ল্যাটফর্ম।

আরও পড়ুন ? BSNL Recharge Plans: Jio হোক বা Airtel, কারো নেই এমন সুবিধা! ৫৮ ও ৫৯ টাকার দুটি রিচার্জ প্ল্যান আনলো BSNL

জিওর যে সকল এয়ার ফাইবার এবং জিও ফাইবার গ্রাহকরা রয়েছেন তারা এই প্ল্যানের আওতায় কানেকশন নিতে পারবেন অথবা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এটি একটি পোস্টপেড প্ল্যান। তবে এই প্ল্যান যে সকল গ্রাহকরা ব্যবহার করবেন তারা সঙ্গে এত সংখ্যক প্রতিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাবেন যে তাদের খরচ অনেকটাই কমে যাবে।

মুকেশ আম্বানির টেলিকম সংস্থার তরফ থেকে তাদের জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবার গ্রাহকদের জন্য নতুন এই যে প্ল্যানটি আনা হয়েছে সেটি হল ৮৮৮ টাকার। এতে গ্রাহকরা পাবেন এক মাসের ভ্যালিডিটি, ৮০০টির বেশি লাইভ টিভি চ্যানেল, ১৫টি ওটিটি অ্যাপ সাবস্ক্রিপশন এবং পাওয়া যাবে ৩০ এমবিপিএস স্পিড। এছাড়াও ৩১ মে পর্যন্ত আইপিএল ধন ধনা ধন অফারের আওতায় এই প্ল্যান উপভোগ করতে পারবেন গ্রাহকরা।