মাথায় হাত Airtel, Vi এর! Jio আনল নতুন প্ল্যান! মিলবে Unlimited 5G

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা নিজেদের দাপট দেখিয়ে চলেছে তার মধ্যে অন্যতম হলো মুকেশ আম্বানির (Mukesh Ambani) জিও (Jio)। এই টেলিকম সংস্থা দিন দিন যেভাবে তাদের গ্রাহকদের নতুন নতুন অফার দিয়ে আসছে তাতে রীতিমতো কপালে ভাঁজ পড়ছে অন্যান্য টেলিকম সংস্থাগুলির। প্রতিযোগিতার বাজারে অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে রীতিমতো হোঁচট খেতে হচ্ছে জিওর সামনে।

ভারতের টেলিকম বাজারে নতুন দিগন্ত তৈরি করে দিয়েছে জিও তা নিয়ে কোন সন্দেহ নেই। একটা সময় ছিল যখন ১ জিবি ডেটার জন্য গ্রাহকদের খরচ করতে হতো ২৫০ টাকার বেশি। এর পাশাপাশি কল, এসএমএস সহ অন্যান্য পরিষেবার জন্য আলাদা করে খরচ করতে হতো। তবে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও বাজারে আসার পরই এই সব ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনে দেয়।

জিওর তরফ থেকেই দেশে প্রথম 4G পরিষেবা লঞ্চ করা হয়। তাদের তরফ থেকেই গ্রাহকদের প্রথম আনলিমিটেড ইন্টারনেট, আনলিমিটেড কল সহ বিভিন্ন অফার তুলে দেওয়া হয়। একসময় দেশের মানুষদের হাতে 4G মোবাইল না থাকলেও দেখতে দেখতে এখন প্রায় অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীর হাতে পৌঁছে গিয়েছে 4G হ্যান্ডসেট। 4G র জগতে এমন বৈপ্লবিক পরিবর্তন আনার পর এখন তারা বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে 5G মার্কেটে।

5G পরিষেবা লঞ্চ করার পর এই পরিসেবাকে জনপ্রিয় করে তোলার জন্য জিও-র মত টেলিকম সংস্থার তরফ থেকে নতুন নতুন অফার তুলে দেওয়া হচ্ছে গ্রাহকদের। ঠিক সেই রকমই এবার একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করা হলো, যে রিচার্জ প্ল্যানটি গ্রাহকরা রিচার্জ করলে একদিকে যেমন পাবেন আনলিমিটেড 5G ডেটা, ঠিক সেই রকমই আনলিমিটেড কল এবং বিভিন্ন ওটিটি প্লাটফর্মের সাবস্ক্রিপশন বিনামূল্যে।

জিওর তরফ থেকে নতুন যে রিচার্জ প্ল্যানটি আনা হয়েছে তার জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৯০৯ টাকা। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা হলো ৮৪ দিন। এর সঙ্গে দেওয়া হচ্ছে প্রতিদিন ২ জিবি করে হাই স্পিড ডেটা। এছাড়াও শর্ত পূরণ করা গ্রাহকরা পাবেন আনলিমিটেড 5G পরিষেবা। এর পাশাপাশি রয়েছে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস। সঙ্গে দেওয়া হচ্ছে Sony Liv, ZEE5 সাবস্ক্রিপশন। এছাড়াও Jio Tv, Jio Cinema, Jio Cloud সাবস্ক্রিপশন পাওয়া যাবে আগের মতোই।