নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে একচ্ছত্র রাজ তৈরি করেছে Jio। মানুষের হাতে হাতে এখন পৌঁছে গিয়েছে দেশের বৃহত্তম টেলিকম সংস্থার কানেকশন। এসবের পাশাপাশি এবার এই সংস্থা ব্রডব্যান্ড পরিষেবায় ঝড় তুলতে শুরু করেছে। সস্তায় একের পর এক প্ল্যান আনার পাশাপাশি সংস্থার তরফ থেকে একের পর এক আকর্ষণীয় পরিষেবাও দেওয়া হচ্ছে।
ইতিমধ্যেই জিও তাদের ফাইবার পরিষেবায় সবচেয়ে সস্তার একটি প্ল্যান এনেছে যার জন্য ব্যবহারকারীদের খরচ করতে হচ্ছে মাসে মাত্র ১৯৮ টাকা। এই প্ল্যান ব্যবহার করলে ব্যবহারকারীরা আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড কথা বলার সুযোগ পাচ্ছেন। ডেটা স্পিড দেওয়া হচ্ছে ১০ এমবিপিএস। তবে এর পাশাপাশি আইপিএল-এর কথা মাথায় রেখে আরও একটি আকর্ষণীয় প্ল্যান ঘোষণা করা হয়েছে সংস্থার তরফ থেকে।
পুরোদমে যখন আইপিএল শুরু হয়ে গিয়েছে সেই সময় সংস্থার তরফ থেকে JioFiber 599 প্ল্যান দিচ্ছে খেলা দেখার আলাদা মজা। ৫৯৯ টাকার প্যানটি যেসকল জিও ফাইবার গ্রাহকরা ব্যবহার করছেন তারা সবকিছুই পাবেন আনলিমিটেড। যেমন আনলিমিটেড কথা বলার সুযোগ রয়েছে ঠিক সেই রকমই রয়েছে আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ। এছাড়াও রয়েছে আরও একাধিক সুযোগ-সুবিধা।
৫৯৯ টাকার প্ল্যান ব্যবহার করে ব্যবহারকারীরা পান ৩০ দিনের ভ্যালিডিটি এবং ৩০ এমবিপিএস ডেটা স্পিড। আর এর সঙ্গেই রয়েছে ৫০০-র বেশি টিভি চ্যানেল দেখার সুযোগ। এছাড়াও এই প্ল্যান ব্যবহার করলে ব্যবহারকারীরা পাবেন ১৪টি OTT অ্যাপ দেখার সুযোগ। যে সকল অ্যাপগুলি এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় OTT অ্যাপ।
এই প্ল্যান ব্যবহার করে ব্যবহারকারীরা দেখতে পাবেন Disney+ Hotstar, SonyLIV, ZEE5, Voot Select, Voot Kids, Sun NXT, Hoichoi, Discovery+, Universal+, ALT Balaji, Eros Now, Lionsgate play, ShemarooMe, Jio Cinema এবং Jio Saavn। এখন Jio Cinema ওটিপি অ্যাপেই আইপিএল খেলা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।