নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা রমরমিয়ে তাদের ব্যবসা চালাচ্ছে, তাদের মধ্যে তালিকায় প্রথম মুকেশ আম্বানির (Mukesh Ambani) টেলিকম সংস্থা জিও (Jio)। এই টেলিকম সংস্থা প্রতিনিয়ত তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন অফার নিয়ে আসছে এবং সেই সকল অফারের পরিপ্রেক্ষিতেই তারা জনপ্রিয়তা অর্জন করছে।
বিভিন্ন ধরনের অফার এবং প্রযুক্তিগত দিক দিয়ে অনেকটা এগিয়ে চলার ফলে Jio এখন দেশের বৃহত্তম টেলিকম সংস্থায় পরিণত হয়েছে। এই টেলিকম সংস্থা এখন সবচেয়ে বেশি সংখ্যক গ্রাহক নিয়ে ব্যবসা চালাচ্ছে। এরই মধ্যে গ্রাহকদের আরও সুবিধা দিতে সংস্থার তরফ থেকে নতুন দুটি রিচার্জ প্ল্যান লঞ্চ করা হলো। যে দুটি রিচার্জ প্ল্যান রিচার্জ করে গ্রাহকরা টানা ৮৪ দিন ডেটা, আনলিমিটেড কল এবং OTT পরিষেবা পাবেন।
সংস্থার তরফ থেকে নতুন যে দুটি রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে সেই দুটি রিচার্জ প্ল্যান হলো ৭৩৯ টাকা এবং ৭৮৯ টাকা। এই দুটি নতুন রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা কি কি সুবিধা পাবেন চলুন দেখে নেওয়া যাক।
৭৩৯ টাকা : নতুন এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করে গ্রাহকরা ৮৪ দিনের ভ্যালিডিটি পাবেন। এর সঙ্গে রয়েছে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা। এর পাশাপাশি রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এর সঙ্গে দেওয়া হচ্ছে JioSaavn Pro, JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো একাধিক Jio Apps-এর সাবস্ক্রিপশন।
৭৮৯ টাকা : নতুন এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করে গ্রাহকরা ৮৪ দিনের ভ্যালিডিটি পাবেন। এর সঙ্গে রয়েছে প্রতিদিন ২ জিবি করে ডেটা। এর পাশাপাশি রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এর সঙ্গে দেওয়া হচ্ছে JioSaavn Pro, JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো একাধিক Jio Apps-এর সাবস্ক্রিপশন।
নতুন এই দুটি রিচার্জ প্ল্যানে সংস্থার তরফ থেকে আলাদা করে কী দেওয়া হচ্ছে? সংস্থার তরফ থেকে নতুন এই যে দুটি প্ল্যান লঞ্চ করা হয়েছে তাতে বাড়তি সুবিধা হিসাবে দেওয়া হচ্ছে JioSaavn Pro। ৭১৯ টাকা অথবা ৭৪৯ টাকার রিচার্জ প্ল্যানে এই সুযোগ থাকে না।