নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ফের একবার নজর কাড়লো। সম্প্রতি তারা এমন ৫টি নতুন রিচার্জ প্ল্যান এনেছে যেগুলিতে থাকছে না কোন লিমিট। অর্থাৎ এই সকল রিচার্জ প্ল্যানগুলিতে FUP (Fair Usage Policy) রেস্ট্রিকশনের কোনো ব্যাপার নেয়। ডেটার ডেলি লিমিটের রেস্ট্রিকশন ছাড়াও রয়েছে আনলিমিটেড কল।
মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিওর তরফ থেকে নতুন এই রিচার্জ প্ল্যানগুলির নাম দেওয়া হয়েছে ‘NO DAILY LIMIT’। জানানো হয়েছে সমস্ত গ্রাহকরা এই প্ল্যানগুলি ব্যবহার করতে পারবেন। এগুলিতে প্রতিদিন ডেটা লিমিট থাকবে না। নতুন এই রিচার্জ প্ল্যানগুলি হলো ১২৭, ২৪৭, ৪৪৭, ৫৯৭, ২৩৯৭ টাকার। চলুন দেখে নেওয়া যাক এই গুলিতে কি কি সুবিধা রয়েছে।
১২৭ টাকা : মোট ১২ জিবি ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস। বৈধতা ১৫ দিন। গ্রাহকদের ডেটা ব্যবহারের ক্ষেত্রে দৈনিক কোনো লিমিট নেয়। প্রয়োজনমতো ১২ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
২৪৭ টাকা : মোট ২৫ জিবি ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস। বৈধতা ৩০ দিন। গ্রাহকদের ডেটা ব্যবহারের ক্ষেত্রে দৈনিক কোনো লিমিট নেয়। প্রয়োজনমতো ২৫ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
৪৪৭ টাকা : মোট ৫০ জিবি ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস। বৈধতা ৬০ দিন। গ্রাহকদের ডেটা ব্যবহারের ক্ষেত্রে দৈনিক কোনো লিমিট নেয়। প্রয়োজনমতো ৫০ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
৫৯৭ টাকা : মোট ৭৫ জিবি ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস। বৈধতা ৯০ দিন। গ্রাহকদের ডেটা ব্যবহারের ক্ষেত্রে দৈনিক কোনো লিমিট নেয়। প্রয়োজনমতো ৭৫ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
২৩৯৭ টাকা : মোট ৩৬৫ জিবি ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস। বৈধতা ৩৬৫ দিন। গ্রাহকদের ডেটা ব্যবহারের ক্ষেত্রে দৈনিক কোনো লিমিট নেয়। প্রয়োজনমতো ৩৬৫ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
Enjoy uninterrupted high speed internet and no daily data limit with Jio Freedom Plans.https://t.co/I0FTtfRWKg#JioDigitalLife #WithLoveFromJio #RelianceJio #JioTogether #JioRecharge pic.twitter.com/TjV7qZpjDz
— Reliance Jio (@reliancejio) June 11, 2021
নতুন এই রিচার্জ প্ল্যানগুলি গ্রাহকরা যখন রিচার্জ করবেন সেই সময় ‘NO DAILY LIMIT’ ক্যাটাগরিতে দেখতে পাবেন। সেখান থেকে তাদের পছন্দমতো প্ল্যানটি বেছে নিতে হবে।