ঘরে বসে রোজগারের সুযোগ করে দিলো Jio, রইলো খুঁটিনাটি

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে যখন জারি হয়েছে লকডাউন তখন মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও গ্রাহকদের সামনে এনে দিলো এক দুর্দান্ত সুযোগ। যার মাধ্যমে আপনি বাড়িতে বসেই রোজগারের মুখ দেখতে পাবেন। আর এই রোজগার করার জন্য কোনোরকম পরিশ্রম করতে হবে না, কেবলমাত্র করতে হবে নিজের ও পরিচিতদের মোবাইল নম্বর রিচার্জ।

সম্প্রতি রিলায়েন্স জিও ‘JioPOS Lite’ নামে একটি অ্যাপ বাজারে নিয়ে এসেছে। আর এই অ্যাপের মাধ্যমে যে কোন ব্যক্তি অন্য কোন রিলায়েন্স জিও নম্বরে রিচার্জ করে দিতে পারবেন। রিচার্জ করে দেওয়ার পরিবর্তে মিলবে কমিশন। এর ফলে গ্রাহকরা বাড়িতে বসেই কিছুটা হলেও রোজগারের পথ দেখবেন বলে জানিয়েছেন সংস্থা। আর এই ‘JioPOS Lite’ অ্যাপের মাধ্যমে অন্যের নম্বর রিচার্জ করার জন্য রেজিস্টার করতে হবে, তবে রেজিস্টার করার ক্ষেত্রে কোন রকম ঝক্কি নেই। পাশাপাশি জেনে রাখা ভালো, My Jio অ্যাপ অথবা জিও ওয়েবসাইট থেকে নিজের অথবা অন্যের জিও নম্বর রিচার্জ করলে কোনরকম কমিশন পাওয়া যায় না। কমিশন পেতে হলে ‘JioPOS Lite’ ব্যবহার করতে হবে।

‘JioPOS Lite’ অ্যাপে কিভাবে রেজিস্টার করবেন?

এই অ্যাপটি গুগল প্লে স্টোরে রয়েছে। তবে ডাউনলোড করার আগে অবশ্যই খতিয়ে দেখে নেবেন ‘Reliance Corporate IT Park Limited’ দ্বারা আপলোড কিনা। এটি দেখতে পাবেন ডেসক্রিপশনে। ডাউনলোড করার পর এই অ্যাপে রেজিস্টার করার জন্য আপনাকে আপনার ইমেইল আইডি ও জিও নম্বর দিতে হবে। সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে ভেরিফিকেশন করলেই আপনার থেকে শর্ত চাওয়া হবে। সেখানে টিক দিতে হবে, পাশাপাশি আপনার বর্তমান লোকেশন শেয়ার করতে হবে। তারপর ‘Continue’ করলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

এরপর পুনরায় আপনাকে লগইন করতে হবে। লগইন করার জন্য আবার আপনাকে আপনার রেজিস্টার মোবাইল নম্বরটি দিতে হবে। নম্বর দেওয়ার সাথে সাথে আবার একটি ওটিপি আসবে। যে ওটিপিটি দিয়ে ভ্যালিডেশন করার পর আপনাকে আপনার পিন তৈরি করতে হবে। পিন তৈরি করার জন্য যে জায়গা দেওয়া হবে সেখানে পরপর দুবার একই পিন দিয়ে পিন তৈরি করে নিতে পারবেন।

সবকিছু হয়ে গেলে আপনি যখন ‘JioPOS Lite’ অ্যাপটিতে প্রবেশ করবেন তখন দেখতে পাবেন সামনেই দুটি অপশন রয়েছে। একটি হলো ‘Recharge’ আর অন্যটি হলো ‘My earnings’। আর ঠিক তার নিচেই দেখবেন রয়েছে ‘Load Money’। যেখানে ক্লিক করে যে কোন রিচার্জ করার আগে আপনাকে সংস্থার থেকে টাকা নিয়ে নিতে হবে।

এই অ্যাপে আপনি আপনার ইচ্ছামত যতখুশি টাকা লোড করতে পারেন আপনার অ্যাকাউন্টে। ৫০০ টাকার লোড করলে আপনাকে রিলায়েন্স জিও কমিশন দেবে ২০.৮৩ টাকা। ১০০০ টাকা লোড করলে আপনি পাবেন ৪১.৬৬ টাকা কমিশন। আর যদি ২০০০ টাকা লোড করেন তাহলে কমিশন পাবেন ৮৩.৩২ টাকা। ৫০০০ টাকা লোড করলে কমিশন পাবেন ২০৮.৩০ টাকা।এইভাবে আপনি যখন যত টাকা লোড করতে চাইবেন রিলায়েন্স জিও আপনাকে দেখিয়ে দেবে আপনি কত টাকা রোজগার করছেন। আর আপনি আপনার সমস্ত রোজগারের তালিকা দেখতে পাবেন ‘My earnings’ অপশনে ক্লিক করে।