নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম জগতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে টেলিকম সংস্থা Jio। দেশের প্রথম 4G পরিষেবা লঞ্চ করার পাশাপাশি এই টেলিকম সংস্থার দেখিয়েছে কিভাবে গ্রাহকদের প্রতিদিন বিপুল পরিমাণে ডেটা দেওয়া সম্ভব এবং আনলিমিটেড কথা বলতে দেওয়া যেতে পারে।
স্বাভাবিকভাবেই এই টেলিকম সংস্থার এই অফারে অন্যান্য টেলিকম সংস্থাগুলি মুখ দুমড়ে পড়তে শুরু করে। দেখতে দেখতে সবার পরে আসা এই টেলিকম সংস্থা দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে। অন্যদিকে এই প্রতিযোগিতার বাজারে অনেক টেলিকম সংস্থার নিজেদের ব্যবসা গুটিয়ে নেয়, আবার যারা টিকে রয়েছে তারা Jio-র পথ অনুসরণ করে।
সম্প্রতি গত নভেম্বর মাস থেকে যখন দেশের টেলিকম সংস্থাগুলি নিজেদের রিচার্জ প্ল্যানগুলির মূল্য বৃদ্ধি করে সেই সময়ে আবার Jio মূল্যবৃদ্ধি করলেও একের পর এক রিচার্জ প্ল্যান এবং অফার এনে গ্রাহকদের মন জয় করে চলেছে। সম্প্রতি এই অফারের তালিকায় এবার তারা আরও একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এলো। এই রিচার্জ প্ল্যানের সঙ্গে আবার তারা দিচ্ছে ২০ শতাংশ ছাড়।
Jio নতুন যে রিচার্জ প্ল্যানটি এনেছে সেটি হল ২৯৯৯ টাকার। এই রিচার্জ প্ল্যানটিতে রয়েছে পুরো এক বছর অর্থাৎ ৩৬৫ দিনের ভ্যালিডিটি। এর পাশাপাশি এই রিচার্জ প্ল্যানে রয়েছে ভারতবর্ষের যেকোনো নম্বরে আনলিমিটেড কথা বলার সুবিধা, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা এবং জিও অ্যাপস সাবস্ক্রিপশন বিনামূল্যে।
এই রিচার্জ প্ল্যান গ্রাহকরা রিচার্জ করলে পাবেন ২০ শতাংশ JioMart Maha Cashback Offer। অর্থাৎ এই রিচার্জ প্ল্যান রিচার্জ করার সঙ্গে সঙ্গে গ্রাহকরা ২০ শতাংশ টাকা ফেরত পাবেন যা জিওমার্ট থেকে বিভিন্ন সামগ্রী কেনার পাশাপাশি পরবর্তী রিচার্জ করার ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন।