নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে একচ্ছত্র রাজ তৈরি করার পর জিও (Jio) এখন বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ব্যবসা বাড়িয়ে চলেছে। এই সকল ব্যবসা মূলত তারা বাড়াচ্ছে প্রযুক্তি বাজারে। বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের ডিভাইস লঞ্চ করে চলেছে আর সেই সকল ডিভাইস খুব সহজেই সাধারণ মানুষদের মন জয় করছে।
আমরা প্রত্যেকেই যেমন ফোন ব্যবহার করে থাকি ঠিক সেই রকমই বাড়ির বিভিন্ন জিনিসপত্র যেমন চাবি ইত্যাদিও সঙ্গে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় নিজেদের ভুলে সেই সকল চাবি কোথায় রেখে দিই তা খুঁজে পাই না। বিশেষ করে দরকারের সময় চাবি খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে পড়ে। এই সমস্যা দূর করার জন্যই জিও নতুন একটি গ্যাজেট লঞ্চ করল।
মুকেশ আম্বানির সংস্থা জিও নতুন যে ডিভাইসটি লঞ্চ করেছে তার নাম হলো JioTag। এর আগে Apple AirTag এর নাম আমরা শুনেছি। ঠিক সেই রকমই জিওর তরফ থেকে লঞ্চ করা গ্যাজেটটিও একইভাবে কাজ করবে। তবে অ্যাপেলের তুলনায় জিওর তরফ থেকে যে গ্যাজেট লঞ্চ করা হয়েছে তা অনেক সস্তা। ভারতীয়দের কথা মাথায় রেখে সস্তায় এই গ্যাজেট আনা হয়েছে।
Jio-র তরফ থেকে বাজারে আনা JioTag-এর দাম মাত্র ৭৪৯ টাকা। এটি পাওয়া যাবে জিওর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এমনিতে এই গ্যাজেটের দাম ২৪৯৯ টাকা রাখা হলেও প্রাথমিকভাবে লঞ্চিংয়ের সময় এর দাম কমিয়ে করা হয়েছে মাত্র ৭৪৯ টাকা। এই গ্যাজেট ক্রয় করার ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি অপশন রয়েছে। তবে এখন এই গ্যাজেট নির্দিষ্ট কিছু জায়গাতেই পৌঁছে দিচ্ছে সংস্থা। টাকার অঙ্কের দিক দিয়ে বিচার করলে অ্যাপেলের যে গ্যাজেটটি রয়েছে তার দাম ৩৪৯০ টাকা।
Jio-র এই গ্যাজেটটি টানা এক বছর ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। হারিয়ে যাওয়া কোন জিনিস সহজেই খুঁজে দিতে পারে এই গ্যাজেট। এক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় জিনিস ভুলে যাওয়া অথবা হারিয়ে যাওয়ার ক্ষেত্রে তা খুঁজে বের করা অনেক সহজ হবে। ট্র্যাকারটিতে ডবল ট্যাপ করলে ফোনে রিং বাজবে এবং যদি ফোন সাইলেন্ট থাকে তাহলেও দুবার রিং হবে। ভুলে যাওয়া জিনিস মনে করানোর জন্য অ্যালার্ট করার পাশাপাশি হারিয়ে যাওয়া জিনিসের লোকেশন বের করবে এই গ্যাজেট। এটি Bluetooth 5.1 কানেক্টিভিটি সাপোর্টেড এবং বাড়ির মধ্যে ২০ মিটার ও বাড়ির বাইরে ৫০ মিটার পর্যন্ত রেঞ্জ রয়েছে।