Jio গ্রাহকদের জন্য সুখবর ; ১ লা ডিসেম্বর থেকে বাড়ছে না খরচ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অন্যান্য টেলিকম সংস্থা থেকে লক্ষ লক্ষ গ্রাহক পকেটে পুরেও চলতি বছরের অক্টোবর মাসে ভারতের সবথেকে বড় ৪জি সংস্থা রিলায়েন্স জিও লাগু করেছিল অন্য নেটওয়ার্কে কল করার জন্য প্রতি মিনিটে ৬ পয়সা। অন্য নেটওয়ার্কে আলাদা করে কল চার্জ ঘোষণার পরই বহু গ্রাহক রিলায়েন্স জিও থেকে মুখ ঘুরিয়ে নেয়। চলে যায় এয়ারটেল, ভোডাফোন অথবা আইডিয়ার মত নেটওয়ার্কে। কিন্তু পরে আবার নভেম্বর মাসে খবর আসে এবার এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মত সমস্ত সংস্থাই নাকি আবার ১লা ডিসেম্বর থেকে বাড়াতে চলেছে মোবাইলের খরচ। ক্ষতির মুখ থেকে বাঁচতে এই পদক্ষেপ।

Advertisements

Advertisements

সর্বভারতীয় নানান সংবাদপত্রে শোনা যায়, নিজেদের সংস্থাগুলিকে দিনের পর লোকসানের হাত থেকে বাঁচাতে ১লা ডিসেম্বর থেকে এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া তাদের ট্যারিফ রেট পরিবর্তন করতে চলেছে। এই পরিবর্তনে বাড়তে চলেছে ট্যারিফের দাম। তবে কত হবে ট্যারিফের দাম বা কত বাড়ানো হবে তা নিয়ে কোথাও পরিষ্কার ভাবে কিছু জানানো হয়নি। টেলিকম সংস্থাগুলিও পরিষ্কার করে কিছু প্রকাশ করেনি। যাতে করে মোবাইল খরচ নিয়ে একপ্রকার অন্ধকারের দিকে ছুটছিলেন গ্রাহকরা।

Advertisements

তবে ১লা ডিসেম্বর থেকে দেখা গেল এয়ারটেল ট্যারিফ রেট বাড়ানোর পথে এক্ষুনি হাঁটল না, ঠিক তেমনই জিও-ও নতুন করে বাড়ালো না তাদের ট্যারিফ রেট। অক্টোবর মাস থেকে হওয়া নিয়মই বজায় থাকলো ১লা ডিসেম্বর। ১লা ডিসেম্বরের কয়েকদিন আগে থেকেই এই দুই সংস্থার পদস্থ কর্মীচারীদের সূত্রে জানা যায়, এখনই তারা ট্যারিফের দাম বাড়ানোর পথে হাঁটছে না।

সেই মতোই জিও গ্রাহকদের জন্য এলো সুখবর। সংস্থার সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ১ লা ডিসেম্বর থেকে তাদের কোনো প্রকার ট্যারিফের পরিবর্তন করা হলো না। জিও অক্টোবর মাস থেকে শুরু হওয়া নিয়মই বজায় রেখেছে আজও। যদিও এবিষয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হয়নি বা স্পষ্ট করে বলা হয়নি কতদিন তারা ট্যারিফ রেট অপরিবর্তিত রেখে গ্রাহকদের পরিষেবা দিয়ে যাবে।

Advertisements