Jio Plan: BSNL-কে ঘর ঢোকাতে আম্বানির মস্ত চাল, সস্তায় নিয়ে এলো বস্তা ভর্তি প্ল্যান

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ টেলিকম বাজারে এখন দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। মূলত অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার পর বহু গ্রাহক রয়েছেন যারা BSNL-এ নাম লেখাচ্ছেন। তবে বিএসএনএলকে ফের ঘরে ঢোকাতে মস্ত চাল চাললেন আম্বানি। তাদের তরফ থেকে সস্তায় এমন এক রিচার্জ প্ল্যান আনা হলো, যাতে রয়েছে বস্তা ভর্তি সুবিধা।

Advertisements

বর্তমান সময়ের দিকে লক্ষ্য রাখলে দেখা যাবে, যেখানে অন্যান্য সময় Jio, Airtel এর মত প্রথম সারির টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে, সেই জায়গায় এখন যেন এই সকল টেলিকম সংস্থাগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে বিএসএনএলের। কেননা বিএসএনএল এখন দেশের বিভিন্ন জায়গায় 4G নেটওয়ার্ক ইন্সটল করার কাজ চালানোর পাশাপাশি 5G নেটওয়ার্কের ট্রায়াল রান শুরু করতে চলেছে। এমন পরিস্থিতিতে বেসরকারি টেলিকম সংস্থাগুলির চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Advertisements

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হওয়ার পাশাপাশি বিএসএনএল আজীবন অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় সস্তায় পরিষেবা দিয়ে থাকে। এক্ষেত্রে BSNL-কে টেক্কা দেওয়ার প্ল্যান ইতিমধ্যেই সেড়ে ফেলেছেন আম্বানি। রিচার্জের দাম বৃদ্ধি করার পর এখন জিও নতুন সস্তায় রিচার্জ প্ল্যান এনে গ্রাহকদের আনলিমিটেড কলের পাশাপাশি আনলিমিটেড ডেটা দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রতিযোগিতার বাজারে আরও বাড়ছে প্রতিযোগিতা।

Advertisements

আরও পড়ুন : BSNL: প্ল্যানের দাম ১০০ টাকা কমিয়ে দিল BSNL, এবার প্রত্যেক মাসেই হবে অনেক বেশি সাশ্রয়

বিএসএনএল যেখানে তাদের গ্রাহকদের ৩৪৭ টাকায় একটি রিচার্জ প্ল্যান এনে গ্রাহকদের মন জয় করছে, সেই জায়গায় আবার জিও ৩৪৯ টাকায় রিচার্জ প্ল্যান এনে গ্রাহকদের বস্তা ভর্তি অফার দিচ্ছে। বিএসএনএলের ৩৪৭ টাকায় ৫৪ দিন ভ্যালিডিটির পাশাপাশি প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাওয়া যায়। এছাড়াও আরো বেশ কিছু অফার দেওয়া হয় সংস্থার তরফ থেকে বিনোদনের জন্য।

এবার জিও ৩৪৭ টাকার পাল্টা হিসাবে ৩৪৯ টাকা রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং আনলিমিটেড 5G ডেটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে গ্রাহকরা দুরন্ত স্পিডে যত খুশি ইন্টারনেট চালাতে পারবেন। তবে যাদের 5G হ্যান্ডসেট নেই তারা প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। এছাড়াও বিনোদনের জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে। এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানটি যারা প্রচুর পরিমাণে ডেটা ব্যবহার করে থাকেন তাদের বিকল্প আর কিছু হতে পারে না। কেননা 5G অফার চলার কারণে যত খুশি ইন্টারনেট করা যেতে পারে।

Advertisements