Jio গ্রাহকদের জন্য সুখবর, মাত্র ১৪১ টাকার কিস্তিতে মিলবে Jio Phone

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে অফারের নিরিখে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও অন্যান্য সমস্ত টেলিকম সংস্থাগুলিকে টেক্কা দিয়েছে। যে কারণে তারা বর্তমানে দেশের বৃহত্তম টেলিকম নিয়ন্ত্রক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আর এবার এই সংস্থা তাদের গ্রাহকদের জন্য নতুন একটি অফার নিয়ে এলো। নতুন অফার হিসাবে তারা তাদের গ্রাহকদের মাত্র ১৪১ টাকার কিস্তিতে জিও ফোন দিচ্ছে। এই অফারের ঘোষণা তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে।

Advertisements

Advertisements

মাসে মাত্র ১৪১ টাকার কিস্তিতে রিলায়েন্স দিচ্ছে জিও ফোন ২। যে ফোনটির বাজার মূল্য ২৯৯৯ টাকা। গত বছর এই ফোনটি ভারতের ফিচার ফোনের তালিকায় সেরা ফোন হিসাবে নির্বাচিত হয়েছিল। এই ফোনটিতে QWERTY কিবোর্ডের পাশাপাশি রয়েছে বড় ডিসপ্লে। ফোনটি কিবোর্ড ফোন (ফিচার ফোন) হলেও বর্তমানের জনপ্রিয় বেশিরভাগ ফিচারই রয়েছে এই ফোনের মধ্যে।

Advertisements

জিও ফোন ২-এর ফিচার

এই ফোনটিতে রয়েছে ২ এমপি রিয়ার ক্যামেরা। পাশাপাশি রয়েছে একটি ফ্রন্ট ভিজিএ ক্যামেরা সেন্সর। ফোনটিতে ২০০০ mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও রয়েছে VoLTE, VoWiFi, NFC, জিপিএস, ব্লুটুথ এবং এফএম রেডিও। ফোনটিতে LTE Cat4 DL: 150Mbps/UL: 50Mbps, and LTE Band 2,5,40, 2G Band 900/1800-কে সাপোর্ট করে। এই ফোনটি KaiOS অপরেটিং সিস্টেমে কাজ করে। এই চিপসেটটি মূলত জিও ফোনের জন্যই তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদির পাশাপাশি ইউটিউবও চালানো যায়।

কিস্তিতে পাওয়ার শর্ত

এই ফোনটি বর্তমান অফার অনুযায়ী প্রতি মাসে সবচেয়ে কম ১৪১ টাকাতেই পাওয়া যাবে। তবে রিলায়েন্স জিও-র ওয়েবসাইটে দেওয়া শর্ত অনুযায়ী এই সুবিধা পাবেন কেবলম ক্রেডিট কার্ড গ্রাহকরা। অর্থাৎ এই অফার বর্তমানে কেবলমাত্র ক্রেডিট কার্ডের ক্ষেত্রে উপলব্ধ করা হয়েছে। ফোনটি অর্ডার দেওয়ার পর তিন থেকে পাঁচ দিনের মধ্যে অর্ডার করার ঠিকানায় পৌঁছে যাবে। ফোনটি কিনতে হবে জিও-র অফিশিয়াল ওয়েবসাইট থেকে। ডেলিভারির জন্য আলাদা করে ৯৯ টাকা চার্জ দিতে হবে।

Advertisements