নতুন বছরে নতুন দামে ফিরছে গরিবের 4G ফোন Jio Phone

নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের শুরুতেই নতুন দামে প্রত্যাবর্তন করতে চলেছে গরিবের 4G ফোন Jio Phone। মুকেশ আম্বানির সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নতুন বছরে পুনরায় এই ফিচার ফোন বাজারে আনা হবে। তবে এই ফোনের ফিচারে কোন পরিবর্তন হচ্ছে না বলে জানা গিয়েছে সূত্র মারফত। ফিচারে পরিবর্তন না হলেও দামের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে।

সূত্র মারফত জানা গিয়েছে, নতুন বছরে পুনরায় Jio Phone প্রত্যাবর্তন করলে তার দাম রাখা হবে ৯০০ টাকা থেকে ১০০০ টাকায়। আগে এই ফোন বিক্রি হয়েছে ৬৯৯ টাকায়। অর্থাৎ বাজারে নতুন করে Jio Phone আনা হলেও তার দাম এক ধাক্কায় বাড়তে চলেছে ২০০-৩০০ টাকা। তবে দাম বাড়লেও এই ফোনের চাহিদা রয়েছে বাজারে এবং সেই চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে হতে পারে এই ফোন বলে অনুমান সংস্থার।

Jio Phone-এর ৯০০-১০০০ হলেও বর্তমানে 4G ফিচার ফোন এর থেকে সস্তায় আর কোন সংস্থা বাজারে আনতে পারেনি। এই মুহূর্তে বাজারে যে সকল 4G ফিচার ফোন রয়েছে তার মধ্যে Nokia-র 4G ফিচার ফোনের সর্বনিম্ন দাম ২৯৪৯ টাকা। পাশাপাশি এই ফোনে Jio Phone-র রিচার্জগুলি ব্যবহার করা যায় না। আর সেই জায়গায় বেশ কয়েক ধাপ এগিয়ে রয়েছে Jio Phone বলেই মনে করছেন টেলি বিশেষজ্ঞরা।

Jio Phone-এর সর্বনিম্ন রিচার্জ শুরু হয় ৭৫ টাকা থেকে। যে টাকায় ভারতের যে কোন নেটওয়ার্কে ২৮ দিনে ৫০০ মিনিট কথা বলতে পারেন গ্রাহকরা। এর পাশাপাশি রয়েছে আরও তিনটি আকর্ষণীয় প্ল্যান। যেগুলি হল ১২৫, ১৫৫ এবং ১৮৫ টাকার। প্রতিটি রিচার্জের ক্ষেত্রে ডেটার তারতম্য রয়েছে। আর এইসব সুবিধার কথা মাথায় রেখে Jio Phone-এর এখনও বিপুল চাহিদা রয়েছে বাজারে।

তবে এযাবত বাজার থেকে এই Jio Phone অমিল হওয়ার কারণ হিসেবে সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল, লকডাউন চলার কারণে ফোনের ম্যানুফ্যাকচার করা সম্ভব হয়নি। আর এই ম্যানুফ্যাকচার পুনরায় শুরু হয়েছে।