রিচার্জের দাম ৩১ টাকা কমালো Jio, সুবিধা থাকছে আগের মতই

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ট্রাইয়ের পদক্ষেপের পরই একের পর এক টেলিকম সংস্থা তাদের রিচার্জের দাম কমাতে শুরু করেছে। মূলত গত বছর দেশের প্রতিটি বেসরকারি টেলিকম সংস্থা তাদের রিচার্জের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়ার ফলে বহু মানুষ সমস্যায় পড়ে। এরপর চারদিকে শুরু হয় ক্ষোভ আর সেই ক্ষোভের পরিপ্রেক্ষিতেই নড়েচড়ে বসে ট্রাই। ট্রাইয়ের এমন নড়েচড়ে বসার পরিপ্রেক্ষিতেই এবার দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা Jio একটি রিচার্জ প্ল্যানের দাম এক ধাক্কায় ৩১ টাকা কমিয়ে দিল।

Advertisements

মূলত টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বৃদ্ধি করার পর গ্রাহকদের বড় অংশ দাবি তুলছিলেন, এমন কোন রিচার্জ প্ল্যান আনা হোক যেটিতে কল এবং এসএমএস সুবিধা থাকবে। এতে গ্রাহকদের খরচ অনেকটাই কমে যাবে। গ্রাহকদের বড় অংশের তরফ থেকে এমন দাবির পরিপ্রেক্ষিতেই ট্রাইয়ের তরফ থেকেও সেই রকমই নির্দেশ দেওয়া হয়। আর সেই নির্দেশ এবার কার্যকর হলো।

Advertisements

দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল তাদের দুটি রিচার্জ প্ল্যানের দাম কমানোর পরই দেখা যায় দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও-ও রিচার্জ প্ল্যানের দাম কমিয়েছে। জিওর ৪৭৯ টাকার রিচার্জ প্ল্যান এখন গ্রাহকরা রিচার্জ করতে পারবেন ৪৪৮ টাকায়। অর্থাৎ এই রিচার্জ প্ল্যানটিতে এখন গ্রাহকদের ৩১ টাকা কম খরচ করতে হবে।

Advertisements

আরও পড়ুন : গ্রাহকদের জন্য সবচেয়ে বড় সুখবর, Airtel রিচার্জের দাম কমালো ১১০ টাকা

৪৪৮ টাকা রিচার্জ করলে গ্রাহকরা পাবেন ভারতবর্ষের যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুযোগ। এছাড়াও পাওয়া যাবে ১০০০ টি এসএমএস। এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি ৮৪ দিন। এর পাশাপাশি এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা জিও টিভি, জিও সিনেমা ও জিও ক্লাউড সাবস্ক্রিপশন পাবেন। তবে জিও সিনেমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে না।

৪৪৮ টাকার মতোই জিও ৩৩৬ দিনের রিচার্জ প্ল্যানটির দাম এখন কমিয়ে করেছে ১৭৪৮ টাকা। এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল এবং ৪৪৮ টাকার মতোই অ্যাপস সাবস্ক্রিপশন পাওয়ার পাশাপাশি ৩৬০০টি এসএমএস পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

Advertisements