Jio গ্রাহকদের জন্য সুখবর, মাসে ১৪১ টাকাতেই আনলিমিটেড কল, চলবে সিম

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতের মোবাইল গ্রাহকদের বড় সংখ্যার মানুষ Jio ব্যবহার করেন। এই টেলিকম সংস্থা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার এবং প্রযুক্তিগত দিক দিয়ে নতুন নতুন উপহার দেওয়ার ফলে গ্রাহকদের মন জয় করেছে। প্রতিদিন অজস্র গ্রাহক এই টেলিকম সংস্থার দিকে ঝুঁকছেন।

তবে এই টেলিকম সংস্থার বিরুদ্ধে গ্রাহকদের বেশ কিছু অভিযোগও রয়েছে। প্রথম অভিযোগ হল, একসময় সস্তায় পরিষেবা দিয়ে মানুষকে প্রলোভন দেখানো হয়েছে এবং পরে ধাপে ধাপে সেই খরচ বৃদ্ধি করা হয়েছে। দ্বিতীয় অভিযোগ হিসাবে ইন্টারনেট স্পিড সহ বিভিন্ন বিষয়ে রয়েছে। তবে প্রথম অভিযোগের দিকে তাকালে বলতে হয় অন্যান্য টেলিকম সংস্থা তুলনায় Jio অনেক সস্তা।

Jio গ্রাহকরা চাইলে মাত্র ১৪১ টাকাতেই নিজেদের সিম কার্ড বাঁচিয়ে রাখতে পারবেন। শুধু বাঁচিয়ে রাখা নয়, পাশাপাশি আনলিমিটেড কল এবং ইন্টারনেট ব্যবহার করার সুযোগও পাবেন। যে সকল গ্রাহকদের হাতে Jio ফোন রয়েছে তারা এই সুবিধা পাবেন। এমনকি স্মার্টফোন ব্যবহারকারীরা চাইলে এই রিচার্জ করে নিজেদের সিম বাঁচিয়েও রাখতে পারবেন।

মাত্র ১৪১ টাকায় সারা মাস Jio ফোনে জিও ব্যবহার করার জন্য গ্রাহকদের একসঙ্গে ৮৪ দিনের প্ল্যান ৩৯৫ টাকা রিচার্জ করতে হবে। এই রিচার্জটি করলে গ্রাহকদের প্রতিদিন খরচ হয় ৪.৭০ টাকা। ৩০ দিনে খরচ হয় ১৪১ টাকা। এই রিচার্জ প্ল্যানে ঠিক কী কী সুবিধা পাবেন গ্রাহকরা চলুন দেখে নেওয়া যাক।

৩৯৫ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন মোট 6 GB ডেটা। প্ল্যানের সমগ্র ডেটার কোটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 64Kbps-এ ইন্টারনেট করা যাবে। রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। পাশাপাশি রয়েছে ১০০০টি SMS, Jio প্ল্যানে OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন। যেমন Jio TV, Jio Cinema, Jio Security, Jio Cloud-এর মতো একাধিক সুবিধা।