Jio Plans: Jio গ্রাহকদের মাথায় হাত, এই প্ল্যানের সুবিধা কমিয়ে দিল সংস্থা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা হিসাবে নিজেদের জায়গা তৈরি করেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) টেলিকম সংস্থা জিও (Jio)। এই মুহূর্তে দেশে ৪০ কোটির বেশি গ্রাহক সংখ্যা রয়েছে বৃহত্তম এই টেলিকম সংস্থায়। জিওকে টেক্কা দেওয়ার জন্য এয়ারটেল (Airtel) বিভিন্ন সময়ে নানান পরিষেবা নিয়ে এলেও এখনো তারা অনেক পিছিয়ে রয়েছে।

Advertisements

জিও গ্রাহকদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দেওয়ার পাশাপাশি তারাই প্রথম দেশবাসীদের 4G পরিষেবার স্বাদ দেয়। আবার এই টেলিকম সংস্থায় পরবর্তীতে দেশে প্রথম লঞ্চ করে 5G পরিষেবা। তবে এই টেলিকম সংস্থা প্রতিনিয়ত গ্রাহকদের বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করলেও সম্প্রতি একটি রিচার্জ প্ল্যানের সুবিধা কমিয়ে দেওয়া হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পরই মাথায় হাত পড়তে শুরু করেছে গ্রাহকদের।

Advertisements

জিও পরিষেবা লঞ্চ করার বছর কয়েকের মধ্যেই ডেটা বুস্টার একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করে। যে রিচার্জ প্ল্যানটি হল ৬১ টাকার। এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা বাড়তি ডেটা হিসাবে ৬ জিবি ডেটা পেয়ে থাকেন। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) চলাকালীন এই প্ল্যানটিতে ১০ জিবি ডেটা দেওয়া হতো। সম্প্রতি এই প্ল্যানটিতে ফের পরিবর্তন নিয়ে এলো সংস্থা।

Advertisements

IPL শেষ হওয়ার পর ফের একবার এই রিচার্জ প্ল্যানটির পরিবর্তন এনে ১০ জিবি ডেটার পরিবর্তে দেওয়া হচ্ছে ৬ জিবি ডেটা। সংস্থার তরফ থেকে জানা যাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন জিও ব্যবহারকারীদের যাতে খেলা দেখার ক্ষেত্রে কোনো রকম বাধা না হয় তার জন্য এই বাড়তি ডেটা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এখন লিগ শেষ হয়ে যাওয়ার পর আগের মতোই ডেটা দেওয়া হচ্ছে।

জিওর ৬১ টাকার এই ডেটা বুস্টার সেই সকল গ্রাহকরা ব্যবহার করতে পারেন যাদের অন্য কোন প্ল্যান নিজেদের নম্বরে অ্যাকটিভ রয়েছে। কোন রিচার্জ প্ল্যানের সঙ্গে যে পরিমাণ ডেটা দেওয়া হয় তা শেষ হয়ে যাওয়ার পর প্রয়োজন পড়লে এই ৬১ টাকার ডেটা বুস্টার রিচার্জ করে গ্রাহকরা হাই স্পিড ইন্টারনেট পরিষেবার সুবিধা উপভোগ করতে পারেন।

Advertisements