Jio-র দুর্দান্ত অফার, এই রিচার্জ প্ল্যানে দিচ্ছে ২৫০ টাকা ছাড়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জনপ্রিয়তার দিক দিয়ে দেশের বিপুল সংখ্যক গ্রাহককে নিজেদের ঝুলিতে টেনে দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে Jio। এই টেলিকম সংস্থা ভারতে প্রথম 4G ব্যবহারের স্বাদ দেয় গ্রাহকদের। এবার নিজেদের আধিপত্য বজায় রেখে তারাই প্রথম 5G পরিষেবা লঞ্চ করেছে। এর পাশাপাশি গ্রাহকদের মন পেতে প্রতিনিয়ত এই টেলিকম সংস্থার তরফ থেকে কোন না কোন অফার দেওয়া হচ্ছে।

Advertisements

Jio-র যে সকল রিচার্জ প্ল্যান রয়েছে সেই সকল রিচার্জ প্ল্যানের মধ্যে দেখা যায় অধিকাংশ গ্রাহকদের তিন মাসের রিচার্জ একসঙ্গে করিয়ে নিতে। কারণ এতে তুলনামূলকভাবে খরচ অনেক কম হয়। আবার এই টেলিকম সংস্থার সবচেয়ে জনপ্রিয় তিন মাসের রিচার্জ প্ল্যান হলো ৬৬৬ টাকা। ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ৮৪ দিনের ভ্যালিডিটি পান।

Advertisements

৬৬৬ টাকায় ৮৪ দিনের ভ্যালিডিটির পাশাপাশি পাওয়া যায় প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, ভারতবর্ষের যে কোন নেটওয়ার্কের আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং এর সঙ্গে রয়েছে আরও বিভিন্ন jio apps subscription। ৮৪ দিনের এই রিচার্জ প্ল্যান গ্রাহকরা একসঙ্গে করলে অনেকটাই সাশ্রয় হয়ে থাকে। এবার এই রিচার্জ প্ল্যানের সঙ্গে আরও সাশ্রয়ের সুযোগ দিচ্ছে সংস্থা।

Advertisements

কারণ এই রিচার্জ প্ল্যানের সঙ্গেই এখন ২৫০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে সংস্থা। এই অফার পেতে হলে গ্রাহকদের MyJio অ্যাপে যেতে হবে। সেখানে এই রিচার্জ প্ল্যানটি বেছে নেওয়ার পর পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করার সময় CREDPay UPI নামে একটি অপশন দেখতে পাবেন। সেটিকে বেছে নিতে হবে।

CREDPay UPI এবং Jio গাঁটছড়া বেঁধে এই অফার এনেছে। এক্ষেত্রে মাইজিও অ্যাপ থেকে রিচার্জ করার সময় যদি অন্য কোন পেমেন্ট অপশন বেছে নেওয়া হয় তাহলে কিন্তু গ্রাহকরা এই ক্যাশব্যাকের সুবিধা পাবেন না। এছাড়াও এই অফারের জন্য যে সকল গ্রাহকরা যোগ্য তাদের এই ক্যাশব্যাক অফার দেওয়া হবে।

Advertisements