৩০ টাকা বেশি দিলেই কেল্লাফতে, Jio গ্রাহকরা পাবেন ৯০ দিন ভ্যালিডিটি, ১৮০ জিবি ডেটা

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে Jio-র জুড়ি মেলা ভার। প্রতিনিয়ত নতুন নতুন পরিষেবা এই টেলিকম সংস্থা দেশের নাগরিকদের আকৃষ্ট করছে। আর তার জেরেই প্রতিনিয়ত বেড়ে চলেছে গ্রাহক সংখ্যা। সবার শেষে ভারতের টেলিকম বাজারে ব্যবসা শুরু করলেও তারাই এখন দেশের বৃহত্তম টেলিকম সংস্থা।

Jio প্রথম ভারতীয়দের 4G পরিষেবা উপহার দেয় আর তারাই প্রথম উপহার দেয় 5G পরিষেবা। দেখতে দেখতে এই টেলিকম সংস্থা দেশের সর্বত্র 4G পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি এখন সব জায়গায় 5G পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নেমেছে। ইতিমধ্যেই দেশের সাড়ে ৩০০-র কাছাকাছি শহরে পৌঁছে গিয়েছে তাদের অত্যাধুনিক 5G পরিষেবা।

এই টেলিকম সংস্থা এইভাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার পিছনে আরও একটি বড় কারণ হলো সব ধরনের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান। এবার সেই সকল রিচার্জ প্ল্যানের মধ্যেই Jio মাত্র ৩০ টাকা বেশি দিলে তাদের গ্রাহকদের রোজ ২ জিবি করে ডেটা এবং ৯০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে।

Jio গ্রাহকদের অনেকেই রয়েছেন যারা ৭১৯ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করে থাকেন। এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা পান প্রতিদিন ২ জিবি করে ডেটা, যেকোনো নেটওয়ার্কের আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এছাড়াও রয়েছে অন্যান্য অ্যাপস সাবস্ক্রিপশন বিনামূল্যে। এই রিচার্জ প্ল্যানের বৈধতা হলো ৮৪ দিন।

তবে যে সকল গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করে থাকেন তারা যদি ৩০ টাকা বেশি দিয়ে ৭৪৯ টাকা রিচার্জ করেন তাহলে পাবেন পুরো ৯০ দিনের ভ্যালিডিটি। এছাড়াও রয়েছে প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং জিও অ্যাপস সাবস্ক্রিপশন বিনামূল্যে। হিসাব করলে দেখা যাবে গ্রাহকরা মোট ১৮০ জিবি ডেটা পাবেন ৭৪৯ টাকায়।