নিজস্ব প্রতিবেদন : রিল ভিডিও অর্থাৎ শর্ট ভিডিও বানাতে যে সকল অ্যাপ শিখিয়েছিল তার মধ্যে অন্যতম হলো TikTok। এই অ্যাপের মাধ্যমে কেবলমাত্র ভিডিও বানিয়ে বিনোদনে অংশগ্রহণ করা যেত তাই নয়, এছাড়াও রোজগরেরও ব্যবস্থা ছিল। তবে ভারত সহ একাধিক দেশে এই অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার পর ফেসবুক, ইনস্টাগ্রাম আরও বেশি নিজেদের প্রতিপত্তি বৃদ্ধি করতে শুরু করে। তবে এবার এই সকল সমস্ত অ্যাপকে টেক্কা দিয়ে নতুন জামানা আনতে চলেছে জিও।
জিওর তরফ থেকে সম্প্রতি ঘোষনা করা হয়েছে এই নতুন অ্যাপের বিষয়ে। খুব তাড়াতাড়ি নতুন এই অ্যাপ লঞ্চ হবে বলে জানা যাচ্ছে। নতুন এই অ্যাপ লঞ্চ হলে শর্ট ভিডিও তৈরী করার যুগে চলে আসবে আলাদা পরিবর্তন এবং সংস্থাগুলির মধ্যে বাড়বে প্রতিযোগিতা।
নতুন এই অ্যাপ আসছে রোলিং স্টোন ইন্ডিয়া, ক্রিয়েটিভল্যান্ড এশিয়া ও জিও প্ল্যাটফর্মস লিমিটেড জুটি বেঁধে। এই অ্যাপে গায়ক, অভিনেতা, সুরকার, নর্তক থেকে কৌতুকশিল্পী, ফ্যাশন ডিজাইনার থেকে সমস্ত ধরনের কনটেন্ট ক্রিয়েটরদের নানা ধরনের কনটেন্ট তৈরির সুযোগ করে দেওয়া হবে।
নতুন এই অ্যাপ প্রসঙ্গে জানা যাচ্ছে, প্রথমে মাত্র ১০০ জনকে এই অ্যাপে আমন্ত্রণের ভিত্তিতে যুক্ত করা হবে। এদের প্রোফাইলে গোল্ডেন টিকিট ভেরিফিকেশন দেওয়া হবে। প্রাথমিক এই ১০০ জন সদস্য পরবর্তীতে বাকিদের আমন্ত্রণ জানাবেন অ্যাপে সংযুক্ত হওয়ার জন্য। এই পদ্ধতিতে ধীরে ধীরে এই অ্যাপ ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধি করা হবে।
নতুন এই অ্যাপ চালু করার যা পরিকল্পনা রয়েছে ২০২৩ সালের জানুয়ারি। ইতিমধ্যেই বিটা ভার্সন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এছাড়াও এই অ্যাপ ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যে সকল শর্ট ভিডিওর অ্যাপ রয়েছে তাদের থেকে বেশকিছু ক্ষেত্রে আলাদা হবে বলে দাবি করা হচ্ছে।