5G নিয়ে বড় পরিকল্পনা Jio-র, আসছে ‘5G সলিউশন ইন আ বক্স’

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সমস্ত টেলিকম সংস্থা রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় টেলিকম সংস্থা হল Jio। গ্রাহক সংখ্যার নিরিখে হোক অথবা সস্তায় পরিষেবা দেওয়া, সবক্ষেত্রেই অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে টেক্কা দিয়েছে এই টেলিকম সংস্থা।

Advertisements

দেশের প্রথম কোন টেলিকম সংস্থা হিসাবে Jio তাদের 4G পরিষেবা প্রদান প্রদান করে। এখন যখন দেশ 5G পরিষেবার দিকে ঝুঁকেছে সেই সময় স্বাভাবিকভাবেই এই টেলিকম সংস্থা অন্যান্য টেলিকম সংস্থাদের পিছনে ফেলে দেবে বলেই মনে করা হচ্ছে। অন্ততপক্ষে তাদের দাবি অনুযায়ী এমনটা আন্দাজ করা যায়। এর পাশাপাশি এই উন্নত পরিষেবা নিয়ে বড় পরিকল্পনা গ্রহণ করল তারা।

Advertisements

5G পরিষেবা শুধু তারা বাড়ি বাড়ি অথবা নির্দিষ্ট গ্রাহকদের হাতে হাতে পৌঁছে দেবে এমনটাই নয়। সংস্থার পরিকল্পনা অনুযায়ী এই পরিষেবা তারা পৌঁছে দেবে ইন্ডাস্ট্রি অথবা এন্টারপ্রাইজের কাছেও। এরই পরিপ্রেক্ষিতে তারা Jio 5G Solution In A Box কম্প্যাক্ট বক্স এনে এই পরিষেবা পৌঁছে দিতে চাইছে। এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে এই সংস্থার আয়ুস ভাটনগরের পোস্ট থেকে।

Advertisements

এই Jio 5G Solution In A Box সম্পর্কে যা জানা গিয়েছে তা হল, এটি কাজ করবে প্রি-প্যাকেজড কোর নেটওয়ার্ক হিসেবে। যার সঙ্গে সম্পূর্ণভাবে ইনডোর ও আউটডোর রেডিও সেল থাকবে। পাশাপাশি থাকবে এজ ডেপ্লয়মেন্টের অপশন। নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে এই প্রিপেড প্যাকেজড পরিষেবা নিয়ে আসবে এই টেলিকম সংস্থা।

Advertisements