নিজস্ব প্রতিবেদন : দেশের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে বৃহত্তম টেলিকম সংস্থা হল Jio। এই টেলিকম সংস্থার সামনে অন্য কোন বেসরকারি টেলিকম সংস্থা অথবা সরকারি টেলিকম সংস্থা টিকতে পারেনি।
ভারতের বাজারে এই টেলিকম সংস্থা নিজেদের ব্যবসা শুরু করার পর বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। গ্রাহকদের মোবাইল খরচ এক ধাক্কায় কয়েকগুণ কমিয়েছে। স্বাভাবিকভাবেই খুব অল্প সময়ের মধ্যে এই টেলিকম সংস্থা দেশের বৃহত্তম টেলিকম সংস্থার তকমা পায়। তবে সম্প্রতি এই টেলিকম সংস্থা নিয়ে নানান অভিযোগ উঠেছিল গ্রাহকদের মধ্যে। এবার সেই সকল অভিযোগ উড়িয়ে ফের স্বমহিমায় জিও।
ইন্টারনেট স্পিডের পরিপ্রেক্ষিতে জিও ফের দেশে শীর্ষস্থান দখল করল। গত এপ্রিল মাসে ডাউনলোড স্পিডের নিরিখে এই শীর্ষ স্থান দখল করেছে জিও। এই টেলিকম সংস্থার গ্রাহকরা গত এপ্রিল মাসে গড়ে ২৩.১ এমবিপিএস ডাউনলোড স্পিড পেয়েছে। মার্চ মাসে এই গড় ডাউনলোড স্পিড ছিল ২১.১ এমবিপিএস।
ট্রাই-এর তরফ থেকে এই তথ্য প্রকাশ করার পর দেখা গিয়েছে দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলি অনেক পিছিয়ে পড়েছে। এপ্রিল মাসের ডাউনলোড স্পিডের নিরিখে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও সবার উপরে থাকলেও আশ্চর্যজনকভাবে আপলোড স্পিডের নিরিখে সবার উপরে জায়গা করে নিয়েছে ভোডাফোন আইডিয়া।
ট্রাই-এর তরফ থেকে প্রকাশ করা তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, গত এপ্রিল মাসে ভোডাফোন আইডিয়ার গড় আপলোড স্পিড ছিল ৮.২ এমবিপিএস। সেই জায়গায় জিও গ্রাহকরা গড়ে আপলোড স্পিড পেয়েছেন ৭.৬ এমবিপিএস এবং এয়ারটেল গ্রাহকরা গড়ে আপলোড স্পিড পেয়েছেন ৬.১ এমবিপিএস। অন্যদিকে এই সময়ে এয়ারটেলের ডাউনলোড স্পিড ছিল গড়ে ১৪.১ এমবিপিএস এবং ভোডাফোন আইডিয়ার গড়ে ডাউনলোড স্পিড ছিল ১৭.৭ এমবিপিএস।
অন্যদিকে রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থা BSNL-এর গত এপ্রিল মাসে গড় ডাউনলোড স্পিড ছিল ৫.৯ এমবিপিএস এবং গড় আপলোড স্পিড ছিল ৫ এমবিপিএস। অন্যান্য টেলিকম সংস্থাগুলি 4G পরিষেবা প্রদান করছে। তবে রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থা BSNL এখনো পর্যন্ত 4G পরিষেবা চালু করতে পারেনি।