Jio গ্রাহকদের জন্য সুখবর, রাজ্যে আরও দু’জায়গায় চালু হল Jio True 5G

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হল Jio। এই টেলিকম সংস্থা ভারতের বাজারে ব্যবসা শুরু করার সঙ্গে সঙ্গেই বৈপ্লবিক পরিবর্তন এনে দেয়। এই টেলিকম সংস্থা আসার আগে পর্যন্ত এত সস্তায় কেউ অফুরন্ত ইন্টারনেট, আনলিমিটেড কল ব্যবহার করবেন তা হয়তো ভেবেই উঠতে পারতেন না। তবে এমনটাই সম্ভব হয়েছে Jio-র দৌলতে।

Jio ভারতের বাজারে প্রথম 4G পরিষেবা চালু করার পাশাপাশি এখন তারাই প্রথম 5G পরিষেবা চালু করেছে। তাদের তরফ থেকে 5G পরিষেবার নাম দেওয়া হয়েছে Jio True 5G। প্রথমদিকে হাতেগোনা কয়েকটি শহরে এই 5G পরিষেবা চালু হলেও বর্তমানে ধাপে ধাপে ১৮৪টি শহরে 5G পরিষেবা চালু করা হয়েছে।

Jio-র তরফ থেকে দেশের ১৭ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ১৮৪ টি শহরে 5G পরিষেবা চালু করার বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। 4G পরিষেবার ক্ষেত্রে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হওয়ার পাশাপাশি এখন 5G পরিষেবার ক্ষেত্রেও Jio দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে ফেলল।

দেশের ১৮৪ টি শহরের মধ্যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের চারটি শহরে Jio True 5G পরিষেবা চালু হয়েছে। প্রথমেই 5G পরিষেবা চালু হয় কলকাতায় এবং পরে শিলিগুড়িতে। এবার Jio True 5G পরিষেবা চালু হল আসানসোল এবং দুর্গাপুরে। এই দুই শহরের গ্রাহকরা তাদের সাপোর্টের ডিভাইসে ওয়েলকাম অফার হিসাবে সম্পূর্ণ বিনামূল্যে Jio True 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, যে সকল গ্রাহকদের 5G সাপোর্টেড ডিভাইস রয়েছে তাদের নম্বরে যদি ২৩৯ টাকার উপরে যেকোনো প্ল্যান রিচার্জ করা থাকে তাহলে গ্রাহকরা Jio True 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন। আলাদা করে কোন রিচার্জ করতে হবে না।