নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়া টেলিকম সংস্থা হল Jio। এই টেলিকম সংস্থা প্রথম ভারতের বাজারে নিয়ে আসে 4G পরিষেবা। এরপর তারাই প্রথম দেশে লঞ্চ করে 5G। ইতিমধ্যেই দেশের দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বারাণসীতে পরিষেবা শুরু হয়ে গিয়েছে। দেশের বাকি শহরগুলিতেও ২০২৩ সালের মধ্যে পরিষেবা শুরু হয়ে যাবে।
তবে 5G পরিষেবা চালু করেই এই টেলিকম সংস্থা থেমে থাকতে চাইছে না। এরপর তারা আবার নিয়ে এলো আরও এক নতুন পরিষেবা 5G Wifi। এই পরিষেবা ভারতে প্রথম। ভারতের প্রথম এই পরিষেবা আগের মতোই লঞ্চ হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিওর হাত ধরে।
JioTrue 5G ওয়াইফাই পরিষেবা আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, বাণিজ্যিক কেন্দ্র ইত্যাদি কেন্দ্রগুলিতে ছড়িয়ে দেওয়া হবে। যাতে করে এই পরিষেবার সুবিধা প্রত্যেকের গ্রহণ করতে পারেন। ২২ অক্টোবর নতুন এই পরিষেবা চালু করা হয়েছে রাজস্থানের নাথদ্বারা মন্দিরে। এই পরিষেবা আপাতত কিছু জায়গায় সীমাবদ্ধ থাকলেও আগামী দিনের সর্বত্র ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আকাশ আম্বানি।
রাজস্থানের যে মন্দিরটির কথা বলা হচ্ছে সেই মন্দির ছাড়াও জিওর এই 5G ওয়াইফাই পরিষেবা পাওয়া যাবে যে সকল শহরের ইতিমধ্যেই ফাইভজি পরিষেবা চালু হয়ে গিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো 5G পরিষেবার মতোই এই 5G ওয়াইফাই পরিষেবা ব্যবহার করার জন্য গ্রাহকদের আলাদা করে কোন খরচ করতে হবে না।
5G পরিষেবার ক্ষেত্রে যেমন 1 GBPS ইন্টারনেট স্পিড পাওয়া যাচ্ছে ঠিক তেমনি এর ওয়াইফাই পরিষেবার ক্ষেত্রেও একই রকম স্পিড পাওয়া যাবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি খুব তাড়াতাড়ি এই পরিষেবা আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, চণ্ডীগড়, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, জামনগর, লখনউ এবং পুনের মত ৬টি শহরে চালু হবে বলেও জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।