নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল টেলিকম নেটওয়ার্ক রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় টেলিকম নেটওয়ার্ক হল Jio। এই টেলিকম সংস্থা অত্যাধুনিক প্রযুক্তির পরিষেবা দেওয়ার পাশাপাশি গ্রাহকদের সস্তায় পরিষেবা দেওয়ার কারণেই এমন জনপ্রিয়তা অর্জন করেছে। দেখতে দেখতে এই টেলিকম সংস্থা এখন দেশের বৃহত্তম টেলিকম সংস্থায় পরিণত হয়েছে।
মুকেশ আম্বানির (Mukesh Ambani) টেলিকম সংস্থা Jio যখন প্রথম তাদের পরিষেবা নিয়ে বাজারে আসে সেই সময় অনেকেই এই টেলিকম সংস্থা কতটা বাজার করতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। কারণ তারা যে সময় 4G পরিষেবা লঞ্চ করে সেই সময় হাতেগোনা কয়েকজনের হাতে 4G হ্যান্ডসেট ছিল। তবে তারা তাদের বিশেষ পলিসি ব্যবহার করে আজ এই জায়গায় এসেছে।
একইভাবে এই টেলিকম সংস্থা এখন 4G পরিষেবার পাশাপাশি দেশের কোনায় কোনায় পৌঁছে দিচ্ছে 5G পরিষেবা। 4G পরিষেবার তুলনায় 5G পরিষেবা কতটা মূল্যবান হবে অর্থাৎ এর জন্য কত বেশি টাকা খসাতে হবে তা নিয়ে এখনো ধন্দে রয়েছেন ব্যবহারকারীরা। যদিও লঞ্চের পর থেকে এখনো পর্যন্ত আলাদা করে 5G প্ল্যানের জন্য কোনো রকম প্যাকেজ ঘোষণা করেনি দেশের বৃহত্তম টেলিকম সংস্থাটি।
যেহেতু এখনো পর্যন্ত দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও 5G পরিষেবার জন্য আলাদা করে কোনরকম প্ল্যান ঘোষণা করেনি তাই 4G প্ল্যান রিচার্জ করেই ব্যবহারকারীরা নিশ্চিন্তে 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন এবং পারছেন। শুধু ব্যবহারকারীদের কাছে থাকতে হবে 5G সাপোর্টেড হ্যান্ডসেট এবং তিনি যে জায়গায় রয়েছেন সেই জায়গায় 5G নেটওয়ার্ক।
জিও গ্রাহকরা এই সকল শর্ত পূরণ করে মাত্র ২৯৯৯ টাকায় বছরভর 5G আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ পেতে পারেন। লঞ্চিং অফার হিসাবে এখন গ্রাহকদের এমন সুবিধা দেওয়া হচ্ছে। এই রিচার্জ করে গ্রাহকরা এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন। প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা দেওয়া হবে গ্রাহকদের। নির্ধারিত ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও গ্রাহকরা ইন্টারনেট চালাতে পারবেন, সেই ডেটা পাওয়া যাবে আনলিমিটেড তবে স্পিড কমিয়ে দেওয়া হবে। এছাড়াও এর সঙ্গে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং অন্যান্য অ্যাপের সুবিধা দেওয়া হচ্ছে।