JIO Postpaid: বিয়ে হোক বা জন্ম তারিখ, খাপে খাপ নম্বর দিচ্ছে Jio

Prosun Kanti Das

Published on:

Advertisements

Get your own number with Jio Postpaid: জিও হলো এমন একটি কোম্পানি যারা প্রথম দেশের জনগণের মধ্যে নেট ব্যবহার করার আগ্রহকে জন্ম দিয়েছিল। আজ জিওর জন্যই গোটা ভারতবর্ষের অধিকাংশ মানুষই নেট ব্যবহার করার সুবিধা লাভ করেন। আপনারা অনেকেই হয়তো জানেন না যে, প্রিপেইডের মতো দেশজুড়ে পোস্টপেইড (JIO Postpaid) গ্রাহক সংখ্যাও সাড়া ফেলার মতো। এবার এই ক্ষেত্রে এক দুর্দান্ত সুবিধা নিয়ে এল রিলায়েন্স জিও। জিও বরাবর গ্রাহকদের সুবিধার কথা মাথায় রাখে আর গ্রাহকদের মন জয় করতেই এবার এল নতুন চমক। এবার থেকে গ্রাহকরা নিজের পছন্দ মতো পোস্টপেইড নম্বর বেছে নেওয়ার সুযোগ পাবেন। ইতিমধ্যে জিও নিজেদের টেলিকম সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য তুলে ধরেছে।

Advertisements

সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে, জিও গ্রাহকরা ৪ ডিজিটের মিশ্রণের ফলে নিজের পছন্দ মতো ফোন নম্বর বেছে নেওয়ার সুযোগ পাবে। হয়তো এটি হতে পারে তাদের জন্ম তারিখ কিংবা বিবাহ তারিখ। মুকেশ আম্বানির নেতৃত্বাধীন টেলিকম সংস্থার এই সিদ্ধান্তে বেশ খুশি গ্রাহকরা। এই সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের কি করতে হবে? গ্রাহকদের OTP যাচাই করে সাইন ইন করতে হবে তারপর ৪ সংখ্যা কম্বিনেশনের একটি নম্বর দিতে হবে। কিন্তু বর্তমানে জিওর এই পরিষেবা কেবল পোস্টপেইড (JIO Postpaid) গ্রাহকদের জন্যই চালু হচ্ছে। এই বিশেষ সুবিধা নেওয়ার জন্য গ্রাহককে ৪৯৯ টাকা দিয়ে ওয়ান টাইম বুকিং করতে হবে। একবার যদি বুকিং হয় তারপর একটি কোড দেওয়া হবে এবং নির্ধারিত করা হবে সিমের ডেলিভারি।

Advertisements

তাহলে এখন আপনার করনীয় কি? শুধু রিলায়েন্স জিও ওয়েবসাইটে গিয়ে এই ৪ সংখ্যার কম্বিনেশন দিতে হবে। গ্রাহকের খুশি করার জন্য এই নাম্বারটি হতে পারে তাদের জন্ম তারিখ, বিবাহবার্ষিকীর তারিখ অথবা কোনো বিশেষ নম্বর যা ফোন নম্বর হিসাবে ব্যবহার করতে চান। রিলায়েন্স জিওর (JIO Postpaid) এই প্রচেষ্টা সত্যি উদ্ভাবনীয়। একবার নম্বর বাছাই করা হয়ে গেলে তারপর আপনাকে ৪৯৯ টাকা দিয়ে জিও সিম বুক করতে হবে।

Advertisements

রিলায়েন্স জিও কোম্পানি জানিয়েছে যে, গ্রাহকদের বাড়িতে সিম ডেলিভার হওয়ার ১৫ দিনের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে নম্বর। এই ধরনের নতুন পরিষেবা অনেকদিন আগেই থেকে দিয়ে আসছে ভোডাফোন আইডিয়া। আপনারা হয়তো জানেন যে, প্রিপেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকদেরই এই ফ্যান্সি নম্বর বাছার সুযোগ দেয় ভোডাফোন আইডিয়া।

এবার জেনে নিতে হবে কিভাবে বাছতে হবে জিওর পোস্টপেইড নাম্বারটি? প্রথমে আপনাকে জিও চয়েস নম্বর পেজে ভিজিট করতে হবে, তারপর ক্লিক করতে হবে গেট স্টার্টেড অপশনে। এবার এই পেজে আপনার বর্তমান ফোন নম্বরটি দিতে হবে, একটি OTP আসবে সেখানে, যা ফিল আপ করার পর পরবর্তী পেজে যেতে হবে।

তারপর আপনাকে ৪ সংখ্যার মিশ্রণে একটি নম্বর দিতে হবে সেখানে, ভরতে হবে নাম, পিন কোড ইত্যাদি প্রয়োজনীয় তথ্য। এবার জিওর তরফ থেকে বিভিন্ন বিকল্প গুলো বেছে নিতে হবে। এবার আপনাকে বুক নেক্সট অপশনে ক্লিক করতে হবে, পরবর্তী পেজে 499 টাকা পেমেন্ট করে নম্বরটি বুক করে রাখতে হবে। তারপর SMS এর মাধ্যমে এই বুকিং কোড পেয়ে যাবেন, আর বুকিংয়ের ১৫ দিনের মধ্যে আপনার সিম অ্যাক্টিভেট করতে হবে।

Advertisements