ঝড়ের গতিতে ইন্টারনেট, কত স্পিড দিচ্ছে Jio 5G

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে Jio। তারাই প্রথম 4G পরিষেবার লঞ্চ করে দেশবাসীকে উপহার দেয় হাই স্পিড ইন্টারনেট। এখন এই 4G পরিষেবা অতীত হতে চলেছে। কারণ তার জায়গা নিতে চলেছে 5G।

Advertisements

ইতিমধ্যেই দেশের বৃহত্তম এই টেলিকম সংস্থার তরফ থেকে দেশের চারটি শহরে 5G পরিষেবা চালু করা হয়েছে। তাদের লক্ষ্য রয়েছে ২০২৩ সালের মধ্যে দেশের প্রতিটি কোনায় এই 5G পরিষেবা পৌঁছে দেওয়ার। দেশের প্রতিটি কোনায় এখনো 5G পরিষেবা না পৌঁছালেও এই পরিষেবা লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই জিও ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল কত স্পিড দিচ্ছে!

Advertisements

ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য শেয়ার থেকে জানা যাচ্ছে দিল্লিতে Jio 5G ডাউনলোড স্পিড দেওয়ার ক্ষেত্রে রেকর্ড তৈরি করেছে। সেখানকার গ্রাহকরা ডাউনলোড স্পিড 598.58 Mbps। এই স্পিড স্বাভাবিকভাবেই তাক লাগানো। কারণ বর্তমানে দেশের সর্বত্র গড় যে ডাউনলোড স্পিড রয়েছে তা হলো 500 Mbps।

Advertisements

ইতিমধ্যে জিও যে সকল শহরে 5G পরিষেবা লঞ্চ করেছে সেগুলি হল কলকাতা, দিল্লী, মুম্বাই এবং বারাণসী। অন্যদিকে এয়ারটেল লঞ্চ করেছে শিলিগুড়ি, দিল্লি, মুম্বাই এবং বারাণসী শহরে। উকলা-র স্পিডেস্ট ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে জানা যাচ্ছে দিল্লিতে এয়ারটেলের 5G পরিষেবায় ডাউনলোড স্পিড 197.98 Mbps। সেই জায়গায় Jio গ্রাহকরা অনেক বেশি স্পীড পাচ্ছেন ডাউনলোড করার ক্ষেত্রে।

কলকাতায় যে মিডিয়ান ডাউনলোড স্পিড পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে, শহরে জিও 482.02 Mbps ডাউনলোড স্পিড দিচ্ছে তাদের গ্রাহকদের। বারাণসীতে পাওয়া যাচ্ছে 485.22 Mbps এবং মুম্বাইয়ে পাওয়া যাচ্ছে 515.38 Mbps। দেশের মধ্যে সবচেয়ে বেশি স্পিড পাওয়া যাচ্ছে দিল্লিতে।

Advertisements