রেকর্ড গড়লেও সমস্যায় জর্জরিত JioCinema, বিশ্বকাপ শেষ হতেই মাথায় হাত আম্বানির

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের টেলিকম সংস্থা জিও ভারতের টেলিকম বাজারে যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে। এই টেলিকম সংস্থা প্রথম ভারতে 4G এবং 5G পরিষেবা লঞ্চ করে। এছাড়াও বিনোদনের জন্য বিভিন্ন অ্যাপ পরিষেবার ক্ষেত্রেও সংস্থার তরফ থেকে গ্রাহকদের দারুণ সুযোগ দেওয়া হয়।

Advertisements

এবার যখন বিশ্বজুড়ে বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনা চলছে সেই সময় একেবারে বিনামূল্যে সেই ফুটবল খেলা দেখার সুযোগ করে দেয় জিও। JioCinema অ্যাপে প্রতিদিন খেলা সম্প্রচার করা হয়। এমনকি এই অ্যাপে খেলা দেখার ক্ষেত্রে রেকর্ড তৈরি করে। টিভিতে যে সংখ্যক মানুষ খেলা দেখেন তার থেকেও বেশি খেলা দেখেছেন এই অ্যাপটিতে।

Advertisements

তবে এরই মধ্যে JioCinema অ্যাপে খেলা সম্প্রচার করার ক্ষেত্রে একাধিকবার সার্ভার সমস্যা দেখা যায় বলে অভিযোগ দর্শকদের। এই বিষয়ে দর্শকদের একাংশের অভিযোগ, JioCinema অ্যাপ সার্ভারে তারা কানেক্ট করতে পারেননি। যে কারণে অনেকেই খেলা দেখার সুযোগ পাননি।

Advertisements

তবে মনে রাখতে হবে সম্পূর্ণ বিনামূল্যে খেলা দেখার সুযোগ করে দেওয়ার মত অ্যাপ সেই রকম ভাবে নেই যা JioCinema করে দেখিয়েছে। অন্যদিকে আবার প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় অনেককেই এই অ্যাপটি নিজেদের ফোন থেকে আনইন্সটল করা শুরু করেছেন। তবে যারা আনইন্সটল করছেন তাদের জন্য বলে রাখা দরকার, হয়তো ২০২৩ সালে এই অ্যাপটিতেই আইপিএল দেখানো হতে পারে।

যদিও আইপিএল সম্পূর্ণ বিনামূল্যে দেখানো হবে কিনা তা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। যদিও এই অ্যাপের সাবস্ক্রিপশন জিও রিচার্জের সঙ্গেই সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। এর পাশাপাশি জানিয়ে রাখা দরকার, চলতি বছর বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলাকালীন ১১০ মিলিয়ন রিচ হয়েছে যা রেকর্ড।

Advertisements