সাবস্ক্রিপশন চালু করে দিল JioCinema, কত টাকা খরচ করতে হবে, জেনে নিন

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে একচ্ছত্র রাজ তৈরি করার পর মুকেশ আম্বানির (Mukesh Ambani) টেলিকম সংস্থা জিও (Jio) বিভিন্ন দিকে নিজের ব্যবসা বৃদ্ধি করছে। এরই মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industry) ওটিটি প্লাটফর্মেও বড় ধরনের বাজার করে ফেলেছে। তারা বড় ধরনের বাজার করেছে মূলত বিনামূল্যে আইপিএল দেখানোর পরিপ্রেক্ষিতে। তবে এই বছর আইপিএল চলাকালীনই সংস্থার তরফ থেকে আভাস দেওয়া হয়েছিল যে তারা সাবস্ক্রিপশন প্ল্যান আনছে।

আভাস অনুযায়ী মুকেশ আম্বানির ওটিটি প্ল্যাটফর্ম JioCinema এবার নিজেদের subscription plan লঞ্চ করে দিল। সংস্থার তরফ থেকে নতুন সাবস্ক্রিপশন প্ল্যান ঘোষণা করার পাশাপাশি প্রিমিয়াম ভার্সন চালু করা হলো। এর ফলে আর বিনামূল্যে জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্ম দেখতে পাবেন না গ্রাহকরা। তবে সাবস্ক্রিপশন প্ল্যান আসার পাশাপাশি বিনোদনের জন্য আরও বড় মঞ্চ খুলে দেওয়া হচ্ছে সংস্থার তরফ থেকে।

JioCinema প্রিমিয়াম সাবস্ক্রাইবার গ্রাহকরা এবার এই ওটিটি প্ল্যাটফর্মে HBO এবং WB কনটেন্ট দেখতে পাবেন। আগে HBO কনটেন্ট দেখানো হত Disney+ Hotstar-এ। তবে গত ৩১ মার্চের পর থেকে অনেক জনপ্রিয় শো রয়েছে যেগুলি দেখানো বন্ধ করে দেওয়া হয়। এবারের সেই সকল কন্টেন্ট জিও সিনেমা অ্যাপে দেখা যাবে বলে জানা যাচ্ছে।

JioCinema সাবস্ক্রিবশন নেওয়ার পদ্ধতি খুব সহজ। সাবস্ক্রিপশন নিতে গ্রাহকদের প্রথমেই নিজেদের মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। এই ওটিটি প্লাটফর্মের অফিসিয়াল ওয়েবসাইট এর উপরে বাঁ দিকে সোনালী রঙের একটি বটন থাকবে যাতে লেখা থাকবে subscribe। যেখানে ক্লিক করলেই সাবস্ক্রিপশন পাওয়া যাবে। ওয়েবসাইটের পাশাপাশি একইভাবে অ্যাপের মধ্যেও এই সাবস্ক্রিপশন অপশন রাখা হয়েছে। সেক্ষেত্রে অ্যাপের একেবারে মাথাতে এমন অপশন পাওয়া যাবে।

সাবস্ক্রিপশন খরচ হিসাবে গ্রাহকদের কাছে নেওয়া হচ্ছে ৯৯৯ টাকা। সাবস্ক্রিপশন ভ্যালিডিটি ১২ মাস। একটি সাবস্ক্রিপশন নেওয়া হলে তা দিয়ে যেকোনো ডিভাইসে দেখা যাবে। একই অ্যাকাউন্ট চারজন ব্যবহার করতে পারবেন।