সুখবর, জলের দরে ৩টি রিচার্জ প্ল্যান নিয়ে এলো Jio

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে জিও। এই টেলিকম সংস্থা না আসার আগে ভারতের মোবাইল ব্যবহারকারীদের মাসে মাসে কয়েকগুণ টাকা গুনতে হতো। আবার এই টেলিকম সংস্থায় নিয়ে আসে প্রথম 4G পরিষেবা।

Advertisements

সস্তায় গ্রাহকদের হাতে আনলিমিটেড কল, অফুরন্ত ইন্টারনেট এবং অফুরন্ত এসএমএস তুলে দেওয়া ও নানান এন্টারটেইনমেন্ট অ্যাপ তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে খুব অল্প সময়ের মধ্যে জিও জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে এই টেলিকম সংস্থা দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে কোটি কোটি গ্রাহক নিজেদের ঝুলিতে পুরে। এবার এই টেলিকম সংস্থা জলের দরে তিনটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো। এই তিনটি রিচার্জ প্ল্যান JioFi গ্রাহকদের জন্য।

Advertisements

তবে এই রিচার্জ প্ল্যান সব গ্রাহকদের জন্য নয় বলেই জানা যাচ্ছে। যেসকল জিওফাই গ্রাহকদের মোবাইল নম্বর বিজনেস হিসাবে রেজিস্টার্ড করা রয়েছে তারা এই সুবিধা পাবেন। এই তিনটি রিচার্জ প্ল্যান পোস্ট পেড হিসাবে ব্যবহার করতে পারবেন তারা। এর পাশাপাশি মান্থলি শেষ হয়ে গেলে ৬৪ কেবিপিএস স্পিডে কাজ চালানো যাবে।

Advertisements

২৪৯ টাকা : এই প্ল্যান ব্যবহার করলে জিওফাই ব্যবহারকারীরা ৩০ জিবি ডেটা পাবেন। এর ভ্যালিডিটি ২৮ দিন। এতে ভয়েস কল, এসএমএসের পরিষেবা পাওয়া যাবে না।

২৯৯ টাকা : এই প্ল্যান ব্যবহার করলে জিওফাই ব্যবহারকারীরা ৪০ জিবি ডেটা পাবেন। এর ভ্যালিডিটি ২৮ দিন। এতে ভয়েস কল, এসএমএসের পরিষেবা পাওয়া যাবে না।

৩৪৯ টাকা : এই প্ল্যান ব্যবহার করলে জিওফাই ব্যবহারকারীরা ৫০ জিবি ডেটা পাবেন। এর ভ্যালিডিটি ২৮ দিন। এতে ভয়েস কল, এসএমএসের পরিষেবা পাওয়া যাবে না।

Advertisements