নিজস্ব প্রতিবেদন : ফের একবার ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও বাজারে নিয়ে আনলো বিনামূল্যে ইন্টারনেট অফার। এবার তারা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ দিচ্ছে জিও ফাইবার গ্রাহকদের। ঠিক যেমন টেলিকম বাজারে পা রাখার সাথে সাথে সিমের ক্ষেত্রে গ্রাহকদের বিনামূল্যে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছিল। বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার পাশাপাশি তারা ভারতীয় বাজারে কথা মাথায় রেখে জিও ফাইবারের ক্ষেত্রে বেশ কয়েকটি সস্তার প্ল্যান নিয়ে এসেছে, যেগুলিতে আনলিমিটেড ইন্টারনেট দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।
JioFiber announces 30-day free trial, with truly unlimited plans.#JioFiber #JioPlatforms #DigitalIndia #WithLoveFromJio pic.twitter.com/LTEi6wncXN
— Reliance Jio (@reliancejio) August 31, 2020
রিলায়েন্স জিওর তরফ থেকে সোমবার টুইট করে জানানো হয়, “জিও ফাইবার গ্রাহকদের সুযোগ করে দিচ্ছে ৩০ দিন বিনামূল্যে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার। আর এর সাথে রয়েছে আনলিমিটেড প্ল্যান।”
মূলত ভারতে জিও ফাইবার বেশ কয়েক মাস লঞ্চ হয়ে গেলেও সেভাবে বাজার ধরতে পারেনি। যে কারণে সংস্থার তরফ থেকে এমন অফার দিয়ে গ্রাহকদের তাদের দিকে টেনে নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করেছে রিলায়েন্স জিও বলে মনে করছেন টেলি বিশেষজ্ঞরা।
জিও ফাইবারের নতুন আনলিমিটেড প্ল্যান
৩৯৯ টাকা : জিও ফাইবার গ্রাহকদের জন্য সবথেকে সস্তার প্ল্যান হলো মাসিক ৩৯৯ টাকা। এই প্ল্যানে পাওয়া যাবে ৩০ এমবিপিএস ডেটা স্পিড। সংস্থার তরফ থেকে এই প্ল্যানে আনলিমিটেড ইন্টারনেটের কথা বলা হয়েছে। পাশাপাশি রয়েছে আনলিমিটেড ভয়েস কল।
৬৯৯ টাকা : মাসিক ৬৯৯ টাকার প্ল্যানে জিও ফাইবার গ্রাহকরা পাবেন ১০০ এমবিপিএস স্পিড। আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড ভয়েস কল রয়েছে এই রিচার্জ প্ল্যানে।
৯৯৯ টাকা : জিও ফাইবার গ্রাহকরা প্রতিমাসে ৯৯৯ টাকা দিয়ে ১৫০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। এর পাশাপাশি এই প্ল্যানে রয়েছে ১১টি অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে।
১৪৯৯ টাকা : মাসিক ১৪৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ৩০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। এই প্ল্যানটিতে ১২টি অ্যাপের সাবস্ক্রিপশন রয়েছে বিনামূল্যে।