বিনামূল্যে বাড়ি বাড়ি Jio ফাইবার, সুযোগ হাতছাড়া করলে পস্তাতে হবে

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে Jio। দেশে প্রথম সস্তায় 4G পরিষেবা লঞ্চ করে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার পর এখন বেড়েছে ইন্টারনেটের ব্যবহার। ইন্টারনেটের এই ব্যবহার বৃদ্ধি পাওয়ার পর এখন বাড়ি বাড়ি ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই সংস্থার তরফ থেকে তাদের Jio ফাইবারে দেওয়া হচ্ছে বিভিন্ন অফার। সেরকমই এবার তারা সম্পূর্ণ বিনামূল্যে জিও ফাইবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দারুণ সুযোগ এনে দিল।

সংস্থার তরফ থেকে নির্বাচিত কিছু পোস্ট প্ল্যানের ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে বাড়ি বাড়ি কানেকশন দেওয়ার ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি এর জন্য যে রাউটারের প্রয়োজন হয় সেই রাউটারের ক্ষেত্রেও কোনো রকম ডিপোজিট মানি জমা করতে হবে না যারা এই অফার চলাকালীন জিও ফাইবার কানেকশন নেবেন। এই অফার হাতছাড়া করলে রীতিমত পস্তাতে হবে গ্রাহকদের।

সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ ইনস্টলেশন চার্জ এবং রাউটারের জন্য কোন ডিপোজিট মানি জমা না করেই জিও ফাইবার কানেকশন নেওয়ার জন্য গ্রাহকদের বেছে নিতে হবে ৬ মাস, ১২ মাসের লম্বা প্ল্যান বেছে নিলে গ্রাহকরা বিনামূল্যে পাবেন অন ডিমান্ড TV, ৪০০-র বেশি চ্যানেল ও বিভিন্ন OTT সাবস্ক্রিপশন পাবেন। খুব অল্প সময়ের জন্য এই অফার দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

যে সকল প্ল্যান বেছে নিলে গ্রাহকরা এমন সুযোগ পাবেন সেগুলি হল ৪৯৯, ৫৯৯, ৭৯৯ এবং ৮৯৯ টাকার। হিসাব অনুযায়ী এই চারটি প্ল্যানের মধ্যে কোনো একটি প্ল্যান দীর্ঘ সময়ের জন্য গ্রাহকরা বেছে নেন তাহলে উপরিউক্ত সমস্ত সুবিধা পাবেন। গ্রাহকরা প্রায় ১০০০০ টাকার বেনিফিট পাচ্ছেন এই অফার চলাকালীন।

৪৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা বিভিন্ন সাবস্ক্রিপশন পাওয়ার পাশাপাশি ৩০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট করতে পারবেন। এতে রয়েছে ৪০০-র বেশি চ্যানেল। ৫৯৯ টাকায় একই সুবিধা পাওয়ার পাশাপাশি ৫৫০-র বেশি চ্যানেল দেখতে পাওয়া যাবে। ৭৯৯ টাকায় ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট করতে পারবেন। এছাড়াও রয়েছে ৪০০-র বেশি চ্যানেল। ৮৯৯ টাকায় ইন্টারনেট স্পিড একই থাকলেও ৫৫০ এর বেশি চ্যানেল দেখতে পাওয়া যাবে।