JioFinance UPI: সস্তায় হবে রিচার্জ! PhonePe, Gpay-র মত লাগবে না বাড়তি টাকা, Jio নিয়ে এলো দারুণ ব্যবস্থা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরেই মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিওকে নিয়ে দেশের মানুষদের মধ্যে চরম ক্ষোভ। আসলে এমন ক্ষোভের পিছনে রয়েছে ১২.৫% থেকে ২৫ শতাংশ পর্যন্ত রিচার্জের (Mobile Recharge) দাম বৃদ্ধি করে দেওয়া। তবে এসবের মধ্যেই আবার একটি নতুন সুখবর দিল জিও, যেটি হলো নতুন ইউপিআই অ্যাপ (JioFinance UPI)।

Advertisements

মোবাইল নম্বর রিচার্জ করার সময় এখন অধিকাংশ গ্রাহকরা রয়েছেন যারা PhonePe, Gpay ইত্যাদির মত যে সকল ইউপিআই থার্ড পার্টি অ্যাপ রয়েছে সেগুলি ব্যবহার করে থাকেন। এই সকল অ্যাপের মাধ্যমে খুব সহজেই রিচার্জ করার সুবন্দোবস্ত থাকার কারণেই গ্রাহকরা আর অন্য কোন অ্যাপ ব্যবহার করেন না। তবে এই সকল অ্যাপের মাধ্যমে রিচার্জ করার ক্ষেত্রে ১০০ টাকার বেশি হলেই দেখা যায় প্ল্যাটফর্ম ফি নেওয়া হয়ে থাকে।

Advertisements

PhonePe, Gpay ইত্যাদির মতো অ্যাপের কোন অ্যাপ এক টাকার বেশি আবার কোন কোন অ্যাপ ৩ টাকা বা তার বেশি চার্জ নিয়ে থাকে। এর ফলে গ্রাহকদের রিচার্জ প্ল্যানের দাম আরো বেড়ে যায়। এখন যেখানে এমনিতেই টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে সেই জায়গায় দাম আরো বেড়ে যাওয়া মানে পকেট থেকে আরো বাড়তি টাকা খসা। তবে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে জিও নিয়ে এসেছে নতুন অ্যাপ।

Advertisements

আরও পড়ুন ? Jio AirFiber Freedom Offer: দাম বাড়িয়েও ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা জিও, ২০ দিন AirFiber-এ মিলবে দুর্দান্ত অফার

জিও JioFinance নামে নতুন একটি অ্যাপ এনেছে এবং সেই অ্যাপটি এখন Beta ভার্সনে উপলব্ধ রয়েছে। এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের পেমেন্ট করার সুযোগ থাকার পাশাপাশি মোবাইল রিচার্জ করার সুযোগও রয়েছে। এই অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করলে PhonePe, Gpay ইত্যাদির অ্যাপের মতো রিচার্জের দাম ছাড়া আলাদা কোন প্ল্যাটফর্ম কি নেওয়া হয় না। ফলে গ্রাহকদের বাড়তি কোন টাকা খরচ করতে হয় না রিচার্জ প্ল্যানের দাম ছাড়া।

তবে এই অ্যাপটি এখন যেহেতু Beta ভার্সনে রয়েছে তাই এই অ্যাপ থেকে কেবলমাত্র জিও প্রিপেড নম্বর রিচার্জ ও জিও পোস্টপেইডের বিল পেমেন্ট করা যাচ্ছে। এছাড়াও জিও ফাইবার যাদের রয়েছে তারাও প্রিপেইড রিচার্জের পাশাপাশি পোস্টপেইডের বিল পেমেন্ট করতে পারবেন। বর্তমানে কেবল জিও নম্বরের রিচার্জ অথবা বিল পেমেন্ট করা হলেও আগামী দিনে অন্যান্য টেলিকম সংস্থাগুলির নম্বর রিচার্জ অথবা বিল পেমেন্ট করা যাবে বলেও আশা করা হচ্ছে।

Advertisements