থাকবে না কোন ঝামেলা, সহজ রিচার্জ পদ্ধতি আনছে Jio

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বেসরকারি প্রতিটি টেলিকম সংস্থা এখন চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তাদের এই চর্চার কেন্দ্রবিন্দু হওয়ার কারণ হল মূল্য বৃদ্ধি করা। সম্প্রতি নভেম্বর এবং ডিসেম্বর মাসে ভারতের প্রতিটি বেসরকারি টেলিকম সংস্থার নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে ২০-২৫%।

Advertisements

এই দাম বৃদ্ধি হওয়ার পর বেসরকারি তিন টেলিকম সংস্থা Airtel, Vi এবং Jio-র মধ্যে পার্থক্য হিসাব করলে দেখা যাবে, সবচেয়ে সস্তায় মোবাইল চালানোর জায়গা হল Jio। তারা মূল্যবৃদ্ধি করলেও অন্যান্যদের তুলনায় সস্তা হওয়ার পাশাপাশি বেশ কিছু অফারও দিচ্ছে। এছাড়াও সম্প্রতি তারা মাত্র ১ টাকায় একটি রিচার্জ প্ল্যান এনেছে। যাও কিনা ভারতের টেলিকম দুনিয়ায় নতুন দিগন্ত।

Advertisements

অন্যদিকে যাতে গ্রাহকদের সিম কার্ড রিচার্জ করার জন্য কোনরকম অসুবিধার সম্মুখিন হতে না হয় তার জন্য তারা একটি সহজ রিচার্জ পদ্ধতি আনতে চলেছে। তাদের এই রিচার্জ পদ্ধতি অনুসারে গ্রাহকরা এবার WhatsApp থেকেই নিজেদের মোবাইল নম্বর রিচার্জ করতে পারবেন। আগামী বছর অর্থাৎ ২০২২ সালেই ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

Advertisements

অনলাইন রিটেল মার্কেটে একচ্ছত্র রাজ করার উদ্দেশ্যে এবার Reliance Retail, WhatsApp-এ তাদের ই-কমার্স ব্যবসা JioMart-কে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এই বিষয়ে সম্প্রতি ফুয়েল ফর ইন্ডিয়া ইভেন্টে Jio-র এক্সিকিউটিভ কমিটির সদস্য আকাশ আম্বানি জানিয়েছেন, ২০২২ সালে WhatsApp-এর মাধ্যমে মানুষ JioMart থেকে কেনাকাটা করতে পারবেন। পাশাপাশি Jio গ্রাহকরা এই মেসেজিং প্ল্যাটফর্ম থেকেই তাদের Jio নম্বর রিচার্জের সুবিধা পাবেন।

তিনি আরও জানান, মেসেজিং অ্যাপ হিসাবে WhatsApp-এর খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। সহজ সরল ইন্টারফেস হওয়ার জন্য এর এই জনপ্রিয়তা বেড়েছে। এমত অবস্থায় যদি এই অ্যাপের মাধ্যমে কেনাকাটার সুবিধা এনে দেওয়া যায় তাহলে গ্রাহকরা খুব উপকৃত হবেন। এরই পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা আনার কথা ভাবা হয়েছে।

Advertisements