অনলাইনে শপিংয়ের দুনিয়ায় বিপ্লব নিয়ে এলো Jio, ঘোষণা নয়া পরিষেবার

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : অনলাইন শপিংয়ের দুনিয়ায় বৈপ্লবিক পরিবর্তন এনে দিল Jio। বর্তমান যুগে এখন মানুষের হাতে সময় খুব কম। মানুষ এখন খুব ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের এই ব্যস্ততার সুযোগে বাড়ছে অনলাইন শপিং। এখন বহু মানুষকেই দেখা যায় দোকানে দোকানে না ঘুরে বাড়িতে বসে নিজেদের পছন্দসই জিনিস অর্ডার করেন এবং সেগুলি বাড়িতে বসেই ডেলিভারি পেয়ে যান।

অনলাইন শপিংয়ের এই চাহিদা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংস্থা অনলাইন প্লাটফর্ম তৈরি করছে। তবে এরই মাঝে এবার বৈপ্লবিক পরিবর্তন এনে দিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং জিও। রিলায়েন্স রিটেলের তরফ থেকে এই যুগান্তকারী পরিবর্তন আনার ঘোষণা করা হয়েছে।

মূলত রিলায়েন্স রিটেল JioMart গ্রাহকরা এবার তাদের প্রয়োজনীয় সামগ্রী অর্ডার করতে পারবেন WhatsApp অ্যাপ থেকে। মার্ক জুকারবার্গের সংস্থা Meta-র সঙ্গে গাঁটছড়া বেঁধে এই বিশেষ চ্যাটবট আনা হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিরিজের তরফ থেকে।

রিলায়েন্স রিটেল-এর তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, “বিশ্বে এই প্রথম WhatsApp -এর মাধ্যমে JioMart থেকে মুদি দ্রব্য অর্ডার করা যাবে। যে সব গ্রাহক কখনই অনলাইন শপিং করেননি তাঁরাও এবার ফোন থেকে সহজে কেনাকাটা করতে পারবেন। JioMart -এর যে কোন প্রোডাক্ট WhatsApp -এর মাধ্যমে কার্টে ঢুকিয়ে পেমেন্ট করে অর্ডার শেষ করা যাবে। এই গোটা কাজের সময় গ্রাহকদের WhatsApp চ্যাট ছেড়ে বেরতে হবে না।”

হোয়াটসঅ্যাপের মাধ্যমে মুদির জিনিসপত্র অর্ডার দেওয়ার জন্য 7977079770/7000370003 নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে গ্রাহকদের। সেখানে রেজিস্ট্রেশন না থাকলে রেজিস্ট্রেশন করতে হবে অথবা জিওমার্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকেও রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়াও এখান থেকেই আপনি আপনার অর্ডার স্ট্যাটাস দেখতে পাবেন এবং প্রয়োজন পড়লে রিফান্ড ইত্যাদিও করতে পারবেন।