নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে তাদের মধ্যে অন্যতম হলো জিও। সবার শেষে ব্যবসা শুরু করতে আসা এই টেলিকম সংস্থা বর্তমানে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা। তাদের বর্তমান গ্রাহক সংখ্যা ৪০ কোটি পার করেছে।
তবে এই টেলিকম সংস্থার উপর এখন গ্রাহকদের একাংশ ক্ষুব্ধ। ক্ষুব্ধ হওয়ার কারণ হলো পরপর প্ল্যানের দাম বৃদ্ধি করা। প্রথমদিকে যখন এই টেলিকম সংস্থা বাজারে তাদের পরিষেবা শুরু করে সেই সময় যে খরচে পরিষেবা দিত তার থেকে এখন প্রায় ৪০ শতাংশের বেশি খরচ বেড়েছে। পরপর দু’দুফায় এই টেলিকম সংস্থা খরচ বৃদ্ধি করে।
অন্যদিকে এই টেলিকম সংস্থা দেশের প্রতিটি গ্রাহকদের হাতে 4G ফোন পৌঁছে দেওয়ার জন্য লঞ্চ করেছে জিও ফোন। কিপ্যাডওয়ালা এই জিও ফোনের রিচার্জ খরচ স্মার্টফোনের তুলনায় অনেক কম। তবে এবার এই জিও ফোন গ্রাহকদের ক্ষেত্রেও এই টেলিকম সংস্থা প্ল্যানের দাম বৃদ্ধি করেছে।
জিও ফোন গ্রাহকদের এক বছর মেয়াদের যে রিচার্জ প্ল্যানটি ছিল তার দাম এখন ১৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এক ধাক্কায় এতোটা দাম বৃদ্ধি করার ফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে এই প্ল্যান ব্যবহারকারীদের। এই রিচার্জ প্ল্যানের দাম আগে ছিল ৭৪৯ টাকা। বর্তমানে এর দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৯৯ টাকা।
এই রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার পাশাপাশি এখন এতে ৩৩৬ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়ে থাকে। এতে গ্রাহকরা ভারতবর্ষের যে কোন নেটওয়ার্কের আনলিমিটেড কথা বলার সুযোগ পান এবং মোট ২৪ জিবি ডেটা পেয়ে থাকেন। এর সঙ্গে রয়েছে বিভিন্ন jio apps subscription বিনামূল্যে। এছাড়াও প্রতি মাসে ৫০টি করে এসএমএস করার সুযোগ দেওয়া হয়।