মাত্র ৩৯৯ টাকায় জিও আনতে চলেছে Jio Phone lite, রইলো ফিচার্স

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের শুরুতেই মুকেশ আম্বানির কোম্পানির রিলায়েন্স জিও যে আবার একটি নতুন ফোন আনতে চলেছে তা একপ্রকার নিশ্চিত। আগামী বছরেই জিও বাজারে আনতে চলেছে জিও ফোনের তৃতীয় সিরিজ। এই ফোনে থাকবে শুধুমাত্র কল এবং এসএমএসের পরিষেবা। থাকবে না কোনো ইন্টারনেট পরিষেবা। মাত্র ৩৯৯ টাকায় এই ফোন জিও ফোন লাইট নাম নিয়ে বাজারে আসতে চলেছে ২০২০ সালেই।

Advertisements

Advertisements

ফোনের সাথেই থাকবে ৫০ টাকার রিচার্জের অফার প্ল্যান। এই প্ল্যানে ২৮ দিনের জন্য জিও থেকে জিও ভয়েস কল ফ্রি থাকবে কিন্তু অন্য কোনো নেটওয়ার্কে কল করতে গেলে প্রতি মিনিটের হিসেবে অর্থ কাটা হবে। এই প্ল্যানে ২৮ দিনের জন্য ১০০ টি এসএমএস ফ্রি থাকবে। তবে এই ফোনে কোনরকম ইন্টারনেট পরিষেবা থাকবে না।

Advertisements

91Mobiles এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এটি হবে একটি কিপ্যাড মোবাইল। মূলত যাদের ইন্টারনেটের প্রয়োজন হয় না ও প্রবীণ নাগরিকদের জন্য এই মোবাইল ফোন। ফোন শুধু ফোনের জন্যই ব্যবহৃত হবে। ইতিমধ্যেই বাজারে এই ধরনের ফোনের চাহিদা নিয়ে জিওর তরফ থেকে সার্ভে করা হয়েছে।

এই বিশেষ মোবাইলের প্রয়োজনের জন্য রিলায়েন্স জিও কোম্পানি প্রতি মাসে ৫০ টাকার মধ্যে প্রতি মাসের বিশেষ প্ল্যান লঞ্চ করতে চলেছে বলে জানা যাচ্ছে। তবে ঠিক কবে এই ফোন লঞ্চ করা হবে তাও এখনও অজানা। মনে করা হচ্ছে, সম্ভবত ‘Reliance AGM 2020’ এর মিটিংয়ে এই রিলায়েন্স কোম্পানি এই ফোন ও প্ল্যানের কথা ঘোষণা করতে পারে।

Advertisements