মাত্র ১,৯৯৯ টাকায় পেয়ে যাবে 4G স্মার্টফোন JioPhone Next, ধামাকা অফার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে সবচেয়ে সস্তায় মোবাইল ইন্টারনেট এনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে Jio। সস্তায় ইন্টারনেটের পাশাপাশি সস্তায় স্মার্টফোন এনেও তারা বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এছাড়াও রয়েছে সস্তায় বার ফোন।

Advertisements

Jio-র তরফ থেকে যে 4G স্মার্টফোন আনা হয়েছে তার দাম প্রথমদিকে ৫০০০ টাকার নিচে হবে এমনটা অনুমান করা হলেও তা হয়নি। লঞ্চ হওয়ার পর সংস্থার তরফ থেকে তাদের JioPhone Next 4G-এর দাম রাখা হয় ৬৪৯৯ টাকা। গ্রাহকদের মধ্যে প্রথম থেকে এই ফোনের দাম অনেক কম আশা করা হলেও সেই আশা ভঙ্গ হয় সংস্থার তরফ থেকে প্রকাশ করা দামে। তবে এই স্মার্টফোনে পাওয়া যেতে পারে মাত্র ১৯৯৯ টাকায়।

Advertisements

গত বছর নভেম্বর মাসে লঞ্চ হওয়া এই স্মার্টফোন মাত্র ১৯৯৯ টাকায় পাওয়া যেতে পারে EMI-এর মাধ্যমে। জিওর তরফ থেকে তাদের ওয়েবসাইটে এমনই তথ্য প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে আবার ইএমআই দেওয়ার সঙ্গে সংস্থার তরফ থেকে বিনামূল্যে বেশকিছু পরিষেবাও প্রদান করা হচ্ছে। এর জন্য চারটি প্ল্যান আনা হয়েছে সংস্থার তরফ থেকে।

Advertisements

প্রতি মাসে ৩০০ টাকা করে দিয়েই পাওয়া যেতে পারে এই স্মার্টফোন। এতে গ্রাহকদের দেওয়া হবে মাসে ৫ জিবি ডেটা ও ১০০ মিনিট ফ্রি ভয়েস কল। টাকা দিতে হবে ২৪ মাস। একইভাবে কেউ ১৮ মাসের প্ল্যান নিতে চাইলে প্রতি মাসে দিতে হবে ৩৫০ টাকা করে।

দ্বিতীয় প্ল্যান যা রয়েছে তাতে গ্রাহকরা পাবেন প্রতিদিন ১.৫ জিবি করে ইন্টারনেট, সঙ্গে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এই প্ল্যান বেছে নিলে গ্রাহকদের ২৪ মাসের জন্য প্রতি মাসে ৪৫০ টাকা এবং ১৮ মাসের জন্য প্রতি মাসে ৫০০ টাকা করে দিতে হবে।

তৃতীয় যে প্ল্যান রয়েছে তাতে গ্রাহকরা পাবেন প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট, সঙ্গে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এই প্ল্যান বেছে নিলে গ্রাহকদের ২৪ মাসের জন্য প্রতি মাসে ৫০০ টাকা এবং ১৮ মাসের জন্য প্রতি মাসে ৫৫০ টাকা করে দিতে হবে।

চতুর্থ প্ল্যান অনুযায়ী গ্রাহকরা পাবেন প্রতিদিন ২.৫ জিবি করে ইন্টারনেট, সঙ্গে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এই প্ল্যান বেছে নিলে গ্রাহকদের ২৪ মাসের জন্য প্রতি মাসে ৫৫০ টাকা এবং ১৮ মাসের জন্য প্রতি মাসে ৬০০ টাকা করে দিতে হবে।

Advertisements