নিজস্ব প্রতিবেদন : মধ্যবিত্তদের হাতে সহজে স্মার্টফোন তুলে দেওয়ার জন্য মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও গুগলের সাথে গাঁটছড়া বেঁধে নিয়ে আসছে সস্তায় স্মার্টফোন। যে স্মার্টফোনের নাম দেওয়া হয়েছে জিওফোন নেক্সট। এই ফোন সেপ্টেম্বর মাসে বাজারে উপলব্ধ হবে এমনটা আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল এই জিওফোন নেক্সট কবে থেকে প্রি-বুকিং করা যাবে।
রিলায়েন্স সংগঠনের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি সংস্থার ৪৪ তম বার্ষিক সাধারণ সভায় এই ফোনের ঘোষণা করেছিলেন। সেই সময় তিনি দাবি করেছিলেন শুধু ভারত নয়, গোটা বিশ্বেই আইফোন মোস্ট অ্যাফোর্ডেবল স্মার্টফোন হতে চলেছে। অর্থাৎ এই স্মার্টফোনের দাম থাকবে মধ্যবিত্তের হাতের নাগালে।
এখনো পর্যন্ত এই ফোনের লঞ্চিং সম্পর্কে যে দিনক্ষণ জানা গিয়েছে তা হল ১০ সেপ্টেম্বর। অন্যদিকে এই ফোন নেওয়ার জন্য প্রি-বুকিং চালু হচ্ছে। এই প্রি-বুকিং চালু হবে আগামী সপ্তাহ অর্থাৎ সেপ্টেম্বরের শুরু থেকেই। এমনই জানা যাচ্ছে বিভিন্ন গেজেট পোর্টালের তথ্য থেকে। যদিও সংস্থার তরফ থেকে এখনই প্রি-বুকিং নিয়ে কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি।
ভারতে জিওফোন নেক্সট-এর সম্ভাব্য দাম হতে পারে ৩৪৯৯ টাকা। বিভিন্ন গেজেট পোর্টাল এমনটা দাবি করছে। তবে দাম সম্পর্কেও এখনো পর্যন্ত মুকেশ আম্বানির সমস্ত কিছু ঘোষণা করেনি। তবে ঘোষণা না করলেও মুকেশ আম্বানি আগেই জানিয়েছে এই স্মার্টফোন হতে চলেছে মোস্ট অ্যাফোর্ডেবল স্মার্টফোন। সুতরাং কম দাম হবে বলে আশা করা হচ্ছে।
জিওফোন নেক্সট-এর সম্ভাব্য ফিচার সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে এই স্মার্টফোনে থাকতে পারে অ্যানড্রয়েড ১১ গো এডিশন, ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে, Qualcomm QM215 প্রসেসর, ২ জিবি বা ৩ জিবি র্যাম, সঙ্গে ১৬ জিবি বা ৩২ জিবির eMMC ৪.৫ ইন্টারনাল স্টোরেজ, ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ২৫০০ mAh ব্যাটারি ইত্যাদি।