Jio Recharge Plan: ২৮, ৩০ দিনের জামানা শেষ করে নতুন অধ্যায় Jio-র, এবার এলো ৩১ দিনের রিচার্জ প্ল্যান

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হলো মুকেশ আম্বানির জিও (Jio)। এই টেলিকম সংস্থাটি খুব অল্প সময়ের মধ্যে বাজারে ব্যবসা শুরু করেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হয়ে দাঁড়িয়েছে। তবে সম্প্রতি জনপ্রিয় এই টেলিকম সংস্থাটির তরফ থেকে তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম ১২.৫০ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার ফলে কোটি কোটি গ্রাহক বেশ অসন্তুষ্ট। রিচার্জের খরচ বৃদ্ধি, গ্রাহক অসন্তোষ এসবের মাঝেই এবার জিও নিয়ে এলো ৩১ দিনের নতুন রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan)।

Advertisements

জিও তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করার পর বহু গ্রাহক রয়েছেন যারা জিও ছেড়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এ নাম লেখানো শুরু করেছেন। এমন পরিস্থিতিতে চিন্তা বেড়েছে দেশের বৃহত্তম টেলিকম সংস্থার। শুধু জিও নয় অন্যান্য যে দুই বেসরকারি টেলিকম সংস্থা রয়েছে অর্থাৎ এয়ারটেল ও ভিআই-এর চিন্তা বেড়েছে। কেননা ওই দুই টেলিকম সংস্থা থেকেও বহু গ্রাহক বিএসএনএল-এ পোর্ট ইন করছেন।

Advertisements

তবে এসবের মধ্যেই মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিওর তাদের গ্রাহকদের নতুন নতুন রিচার্জ প্ল্যান উপহার দিতে শুরু করেছে। তারা নতুন নতুন যে সকল রিচার্জ প্ল্যান গ্রাহকদের উপহার দিতে শুরু করেছে সেসব আবার বেসরকারি অন্য দুই টেলিকম সংস্থার নেই। প্রতিযোগিতার বাজারে আবারও কিছুটা হলেও এগিয়ে রয়েছে জিও। জিও তাদের গ্রাহকদের মন জয় করতে যতটা সম্ভব দিতে শুরু করেছে রিচার্জের দাম বৃদ্ধি করার পর।

Advertisements

আরও পড়ুন ? Jio AirFiber Freedom Offer: দাম বাড়িয়েও ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা জিও, ২০ দিন AirFiber-এ মিলবে দুর্দান্ত অফার

রিচার্জের দাম বৃদ্ধি করার পর মুকেশ আম্বানির টেলিকম সংস্থা যে সকল রিচার্জ প্ল্যান এনেছে তার মধ্যে একটি নজরকাড়া রিচার্জ প্ল্যান হলো ৯৮ দিনের। এর পাশাপাশি আরো একটি নজরকাড়া রিচার্জ প্ল্যান হল ৩১ দিনের। এতদিন পর্যন্ত আমরা যে সকল রিচার্জ প্ল্যান দেখেছি বা জনপ্রিয় সেগুলি হল ২৮ ও ৩০ দিনের। সম্প্রতি ২১ দিন, ১৮ দিন ইত্যাদি নানান ধরনের ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান লঞ্চ হওয়ার পাশাপাশি এবার জিও নিয়ে এলো ৩১ দিনের রিচার্জ প্ল্যান।

জিও ৩১ দিনের যে রিচার্জ প্ল্যানটি এনেছে তার জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৩১৯ টাকা। ৩১৯ টাকা রিচার্জ করলে জিও গ্রাহকরা ৩১ দিনের ভ্যালিডিটির পাশাপাশি যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুযোগ পাবেন। এছাড়াও রয়েছে প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং ১০০ টি করে এসএমএস। পাশাপাশি রয়েছে জিও টিভি, জিও সিনেমা ও জিও ক্লাউড সাবস্ক্রিপশন।

Advertisements