‘ভারত মাতা কি জয়’ স্লোগান তুলে জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ টালবাহানার পর অবশেষে জিতেন্দ্র তিওয়ারি মঙ্গলবার যোগ দিলেন বিজেপিতে। তৃণমূল ছেড়ে দিন দিলীপ ঘোষ ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দিলেন তিনি। আর বিজেপিতে যোগ দেওয়ার সময় স্লোগান তুললেন ‘ভারত মাতা কি জয়’।

মঙ্গলবার সন্ধ্যা বেলায় বৈদ্যবাটিতে বিজেপির সভা ছিল। যে সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সদ্য তৃণমূল ছেড়ে আসা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গেরুয়া শিবিরে নিজের নাম লেখালেন। কিন্তু কেন?

সূত্র মারফত জানা গিয়েছে, নিজের কেন্দ্র থেকে তৃণমূল তাকে নাকি টিকিট দিতে নারাজ। তাকে রাণীগঞ্জ থেকে টিকিট দেওয়ার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। আর এই রানীগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী হতে নারাজ জিতেন্দ্র তিওয়ারি বলে তিনি নিজেই তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। রাজনৈতিক মহল মনে করছেন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জিতেন্দ্র তিওয়ারির জয়লাভ করা বেশ কঠিন। আর এই কারণেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলে থাকাকালীনই হঠাৎ ২০২০ সালের ১৬ ই ডিসেম্বর আসানসোল পুরনিগমের নানান উন্নয়নের প্রসঙ্গ তুলে পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দেন। পরে আবার জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন। যখনই জল্পনা তৈরি হয়েছিল তার বিজেপিতে যোগদান নিয়ে। যদিও সেই ঘটনায় বিজেপির একাধিক নেতা নেত্রী বিরুদ্ধাচরণ করেন। পড়ে আবার দু’দিনের মধ্যে কলকাতায় গিয়ে তৃণমূলে ফিরে আসেন। তবে দলে ফিরে এলেও তিনি একেবারে কোণঠাসা হয়ে পড়েন।

এরপর আবার কয়েকদিন আগেই তৃণমূলের তরফ থেকে তাঁকে নতুন পদ দেওয়া হয়েছিল। জাতীয় মুখপাত্রের পদ তাকে দেওয়া হলেও তিনি তাতে ততটা সন্তুষ্ট ছিলেন না। পাশাপাশি এটাও জানা যাচ্ছে, বিজেপির রাজ্য স্তরের নেতাদের সাথে জিতেন্দ্র তিওয়ারির প্রতিনিয়ত যোগাযোগ ছিল। আর মঙ্গলবার সন্ধ্যা বেলায় যেন এসবেরই প্রতিফলন ঘটলো।