স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ, পায়ে হেঁটে নদী পেরিয়ে ছুটে চলেছেন ভ্যাকসিন দিতে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা সংক্রমণ রুখে দেওয়ার জন্য প্রথম সারির যোদ্ধাদের মধ্যে অন্যতম হলেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। তাদের অক্লান্ত পরিশ্রমের দৌলতেই আমরা করোনার মতো ভয়ঙ্কর অতিমারিতে আক্রান্ত হলেও বেঁচে থাকার রসদ খুঁজে পাচ্ছি। তবে এসবের মাঝেও তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু সেই সকল অভিযোগকে তারা ভ্রুক্ষেপ না করে নিজেরা নিজেদের কর্তব্যে, মানুষের সেবায় অবিচল। সম্প্রতি তারই এক জ্বলন্ত উদাহরণ মিললো একটি ভিডিও ফুটেজে।

Advertisements

সম্প্রতি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে, জম্মু-কাশ্মীরের প্রত্যন্ত এলাকায় মানুষের সেবায় ভ্যাকসিন পৌঁছে দিতে নিজের সর্বোচ্চ পরিশ্রম করে চলেছেন স্বাস্থ্যকর্মীরা। দেখা যাচ্ছে পায়ে হেঁটে পাহাড়ি নদী পার করে ভ্যাকসিন বয়ে নিয়ে চলেছেন তারা। উদ্দেশ্য একটাই, করোনার মতো ভয়ঙ্কর রোগের থাবা থেকে বাঁচাতে হবে আম জনতাকে। আর এই ভিডিও দেখে নেটিজেনরা জম্মু-কাশ্মীরের স্বাস্থ্যকর্মীদের এই পরিশ্রম এবং আত্মনিবেদন দেখে মুগ্ধ হয়েছেন।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ি এলাকায় পায়ে হেঁটে আসার পর ৫ জন স্বাস্থ্য কর্মী যাদের মধ্যে দুজন মহিলা এবং তিনজন পুরুষ কাঁধে ভ্যাকসিনের পাত্র নিয়ে খরস্রোতা নদী পার করছেন। নদীতে জল হাঁটু সমান হলেও মনে রাখতে হবে এই নদীটি পাহাড়ি নদী। অল্প জলেই যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। যে কারণে তারা একে অপরের হাত ধরে এবং একজন লাঠি হাতে নদী পার করছেন।

Advertisements

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা কাশ্মীরের রযৌড়ি জেলার। ওই জেলার কান্দি ব্লকের স্বাস্থ্যকর্মীরা এই ভাবেই দিনের পর দিন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্যাকসিন বয়ে নিয়ে চলেছেন। ওই এলাকার স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ‘এলাকা যতই দুর্গম হোক আমাদের লক্ষ্য হল ১০০% ভ্যাক্সিনেশন করানো। আর সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগিয়ে চলেছি।’

Advertisements