Job News: বীরভূম জেলায় কাজের সুযোগ, ৩৫ হাজার টাকার বেতনে কিভাবে আবেদন করবেন জেনে নিন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Job News: সুখবর, সুখবর, সুখবর। বীরভূম জেলার চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। কর্মী নিয়োগ করা হবে বীরভূম জেলার রামপুরহাট শহরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে (Job News)। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। সাম্প্রতিক এই চাকরি বিষয়ে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। যেখানে জানানো হয়েছে এই চাকরি সম্পর্কিত সমস্ত তথ্য। কোন কোন পদে নিয়োগ করা হবে প্রার্থীদের? যোগ্যতা কি লাগবে? আবেদনের শেষ তারিখ কবে? বেতন কত মিলবে? সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলো এই প্রতিবেদনে। জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Advertisements
নিয়োগ স্থান

স্বাস্থ্য দপ্তরের চাকরিতে (Job News) নিযুক্ত প্রার্থীদের নিয়োগ করা হবে রামপুরহাট জেলা ও স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতিতে।

Advertisements
পদের নাম

রামপুরহাটের স্বাস্থ্য দপ্তরেল যে যে পদে প্রার্থীরা আবেদনন করতে পারবেন তা হল ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক এপিডেমিয়লজিস্ট, ব্লক ডেটা ম্যানেজার ও ব্লক পাবলিক হেলথ ম্যানেজার।

Advertisements
বয়সীমা

উপরে উল্লেখিত চাকরিতে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদ বাদে বাকি পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। অপরদিকে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স লাগবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে।

আরো পড়ুন: ডিএ নিয়ে বড় ঘোষণা করল সরকারি কর্মীরা, ডিসেম্বর মাসে হবে নতুন খেলা

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যায় স্নাতক উত্তীর্ণ থাকলে সেই প্রার্থী ব্লক এপিডেমিয়লজিস্ট পদে (Job News) আবেদন করতে পারেন। বাকি পদগুলির শিক্ষাগত যোগ্যতা জানতে অনুসরণ করুন মূল বিজ্ঞপ্তি।

মাসিক বেতন

উপরে উল্লেখিত পদে নিযুক্ত প্রার্থীদের বেতন একই রকম দেওয়া হবে না। মাসিক ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে ল্যাবরেটরির টেকনিশিয়ান এবং ব্লক ডেটা ম্যানেজার পদে নিযুক্ত প্রার্থীদের। অপরদিকে ব্লক এপিডেমিয়লজিস্ট এবং ব্লক হেলথ ম্যানেজার পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন মিলবে ৩৫ হাজার টাকা।

আরো পড়ুন: মহিলাদের উপার্জনের উপায় পূর্ব বর্ধমানে, কোন পদে হবে নিয়োগ

আবেদন প্রক্রিয়া

বিজ্ঞপ্তি অনুযায়ী রামপুরহাটের স্বাস্থ্য দপ্তরের চাকরিতে (Job News) অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা। এর জন্য প্রথমে প্রশাসনিকের ওয়েবসাইট ওপেন করতে হবে। এরপর হোমপেজ থেকে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে হবে। সেই রিক্রুটমেন্ট অপশনে দেওয়া তথ্য অনুযায়ী রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে ফর্ম ফিলাপ করে আবেদন সম্পন্ন করতে হবে প্রার্থীদের। পাশাপাশি দিতে হবে আবেদন মূল্য।

আবেদনের শেষ তারিখ

উপরে উল্লেখিত চাকরিতে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ২১/১২/২০২৪। অন্যদিকে রেজিস্ট্রেশন ও আবেদন মূল্য জমা দেওয়ার তারিখ হল ১৮/১২/২০২৪।

এই চাকরি (Job News) সম্পর্কিত আরো বিস্তারিত জানতে অনুসরণ করুন বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইট।

Advertisements