CRPF-এ শুরু হচ্ছে নিয়োগ, বেতন ৭৫ হাজার, রইলো আবেদন পদ্ধতি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে দেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে ঠেকেছে। তবে বর্তমানে সেই অর্থনৈতিক অবস্থা থেকে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। এমত অবস্থায় বেকার যুবক যুবতীরা চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তবে তাদের জন্য এবার চাকরির সুযোগ করে দিচ্ছে সিআরপিএফ।

Advertisements

সিআরপিএফ-এর তরফ থেকে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে নিয়োগের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কমান্ড্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করার কথা। এই পদে যে সকল চাকরি প্রার্থীরা যোগ দিতে ইচ্ছুক তাদের walk-in-interview-এ ডাকা হচ্ছে। আগামী ১৯ মে গোটা দেশে একসঙ্গে এই প্রক্রিয়া চালানো হবে।

Advertisements

সিআরপিএফ-এর তরফ থেকে সম্প্রতি নিয়োগ সংক্রান্ত এই যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, আপাতত কি সকল শূন্য পদে নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে। কোথায় হবে এই ইন্টারভিউ, সময় ইত্যাদি আরও একাধিক বিষয় সম্পর্কে জানার জন্য আগ্রহী প্রার্থীদের দেখতে হবে crpf.gov.in ওয়েবসাইট।

Advertisements

শূন্যপদের ক্ষেত্রে সিআরপিএফ-এর তরফ থেকে জানানো হয়েছে, ১১ জনকে এই সকল শূন্য পদে নিয়োগ করা হবে। নিয়োগের ক্ষেত্রে walk-in-interview নেওয়া হবে নতুন দিল্লি, অসম, তেলেঙ্গানায়। এসকল শূন্য পদে আবেদন করতে পারবেন কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই।

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে, আবেদনকারী প্রার্থীদের অবশ্যই কোন সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ার এম টেক অথবা এম ই ডিগ্রী থাকতে হবে। সেইসঙ্গে পরিকাঠামো এবং নির্মাণ শিল্পে থাকতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা। আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। বেতন দেওয়া হবে মাসে ৭৫০০০ টাকা।

Advertisements